<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্যউত্থানে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্লোগানে গতকাল রবিবার গাইবান্ধা প্রেস ক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেস ক্লাব চত্বরে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং সম্মানীয় অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক এ কে এম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সভাপতির পক্ষে সহসভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন। অনুষ্ঠানে কৃতী আলোকচিত্র সাংবাদিক কুদ্দুস আলম এবং জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখায় জাভেদ হোসেন, নূর আলম আকন্দ রিপন ও সুমন মিয়াকে সম্মাননা দেওয়া হয়।</span></span></span></span></span></p>