ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬
তিন জেলায় গ্রেপ্তার ৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বরগুনার বামনা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোবাহান নামের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে বামনা থানা পুলিশ। অন্যদিকে ভোলা এবং খুলনায় ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত

বামনা (বরগুনা) : বামনা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোবাহান নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে বামনা থানা পুলিশ। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই দিন দুপুরে উপজেলার পশ্চিম বলইবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সোবাহানকে আসামি করে মামলা দায়ের করেন।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনের ঢালচরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ ও পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া মামলায় মো. শরীফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গতকাল মঙ্গলবার ভোর ৪টায় বোরহানউদ্দিন পক্ষিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়াডের্র নুরে আলমের ছেলে।

র‌্যাব-৮ জানায়, ২০২৪ সালের ৬ মার্চ ১৯ বছর বয়সী ওই তরুণীকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীরে মো. নিবিড়, মো. আক্তার, ইসমাইল, মো. শরীফ ও মো. মনির হোসেন গণধর্ষণ করেন। এ সময় শরীফ তাঁর ফোনে ভিডিও ধারণ করেন।

ভিডিওটি সম্প্রতি শরীফের নিজের ফেসবুকে পোস্ট করেন।

খুলনা : খুলনায় এক গৃহবধূকে জিম্মি করে প্রতিনিয়ত ধর্ষণের অভিযোগে মফিজ শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই একটি ধর্ষণ মামলা দায়ের হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
শেয়ার
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ

হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ার জানখালী জেলেপল্লীর স্কুলপড়ুয়া সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লীর ১০০ পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডলস, ট্যাং, বাদাম, কিশমিশ, চিড়া ওমুড়ি বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে স্থানীয় উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তাসকিয়া আক্তার বলে, এক বাক্স ঈদের উপহার পেয়ে আমরা অনেক খুশি।

আমাদের অনেক উপকার হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

মন্তব্য

বাঁশখালীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বাঁশখালীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় গতকাল শুক্রবার সকাল ৮টায় ঘটনাটি ঘটে। দোকানিরা আসন্ন ঈদের আগে বেচাকেনার উদ্দেশে ধারকর্জ করে বিভিন্ন ধরনের মাল মজুদ করেছিল বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন শওকত আলী মিষ্টির দোকান, জাকারিয়ার কুঠির শিল্পের দোকান, মো. কালু, এন্তুু মিয়া ও মো. নেছারের শুঁটকির দোকান।

বাঁশখালীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

মন্তব্য

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ম্যানেজার

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ম্যানেজার

গ্রাহকদের কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার লালমাই উপজেলার এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেটের ম্যানেজার কার্তিক চন্দ্র বণিকের (২৬) বিরুদ্ধে। গত ছয় দিন ধরে দোকান বন্ধ রেখে তিনি পলাতক রয়েছেন। ক্ষতিগ্রস্তরা টাকা ফেরতের দাবি জানিয়েছে। জানা যায়, চার-পাঁচ বছর আগে হরিশ্চর বাজারের মোস্তফা কামাল মজুমদার সুজন তাঁর দোকানের পাশের একটি কক্ষে এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেট চালু করে কার্তিক চন্দ্র বণিককে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।

ব্যবসায়ী, কর্মচারীরা ছাড়াও স্থানীয় হরিশ্চর, খলিলপুর, জগত্পুর, বাকই এলাকার মানুষ সুজনের অনুরোধে এজেন্টে টাকা জমা দিতে থাকেন। কিন্তু গত ১৬ মার্চ দুপুরে গ্রাহকরা দোকানে এসে দেখেন গেটে তালা ঝুলছে। লালমাই থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, কার্তিক চন্দ্র বণিক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন মর্মে তাঁর বাবা থানায় জিডি করেছেন। তাঁর সর্বশেষ অবস্থান পেয়েছি পঞ্চগড় জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়।

এনআরবিসি ব্যাংক, লাকসাম শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, হরিশ্চর বাজার এজেন্ট আউটলেটে আমরা কোনো ব্যবস্থাপক নিয়োগ দিইনি। আমাদের একমাত্র প্রতিনিধি মজুমদার ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল মজুমদার সুজন।

মন্তব্য

দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ছয় দফা দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। এ সময় তাঁরা রাস্তার ওপরেই জুমার নামাজ আদায় করেন। এতে পঞ্চগড় হয়ে দিনাজপুর দিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন পর্যন্ত রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আন্দোলনরতরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে গত বুধবার (১৯ মার্চ) ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন।

এখনো তাঁদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়নি। তাই তাঁরা গতকাল শুক্রবার দিনাজপুর শহরের পৌরসভার সামনে রেলক্রসিংয়ের ওপর অবস্থান নিয়েছেন। সিভিল শাখার সপ্তম সেমিস্টারের ছাত্র শোয়েব বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ