বরগুনার বামনা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোবাহান নামের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে বামনা থানা পুলিশ। অন্যদিকে ভোলা এবং খুলনায় ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—
বামনা (বরগুনা) : বামনা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোবাহান নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে বামনা থানা পুলিশ। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওই দিন দুপুরে উপজেলার পশ্চিম বলইবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সোবাহানকে আসামি করে মামলা দায়ের করেন।
চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনের ঢালচরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ ও পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া মামলায় মো. শরীফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল মঙ্গলবার ভোর ৪টায় বোরহানউদ্দিন পক্ষিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়াডের্র নুরে আলমের ছেলে।
র্যাব-৮ জানায়, ২০২৪ সালের ৬ মার্চ ১৯ বছর বয়সী ওই তরুণীকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীরে মো. নিবিড়, মো. আক্তার, ইসমাইল, মো. শরীফ ও মো. মনির হোসেন গণধর্ষণ করেন। এ সময় শরীফ তাঁর ফোনে ভিডিও ধারণ করেন।
ভিডিওটি সম্প্রতি শরীফের নিজের ফেসবুকে পোস্ট করেন।
খুলনা : খুলনায় এক গৃহবধূকে জিম্মি করে প্রতিনিয়ত ধর্ষণের অভিযোগে মফিজ শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই একটি ধর্ষণ মামলা দায়ের হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।