‘আপনি কি রোজাদার? পকেটে টাকা নেই? কোথায় ইফতার করবেন তা নিয়ে চিন্তিত? চুপি চুপি দোকানদারকে বলুন আর পেটভরে ইফতার করুন, ইফতার চাইতে সংকোচ নয়, আমাদের আতিথেয়েতা নিন।’ এসব লেখা সংবলিত ‘রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতার’ এর রঙিন ব্যানার টানানো আছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারের একটি দোকানে। কথা হয় দোকানদার মো. জুয়েলের সঙ্গে।
তিনি জানান, স্থানীয় রিফাত আলম মহিমের (২৬) উদ্যোগ এটি।
প্রতিদিন যতজন রোজাদারই এখানে এসে রিফাতের নাম বলে ইফতার করবেন তাঁদের যাবতীয় খরচ তিনিই বহন করবেন। প্রতিদিন গড়ে ২৫-৩০ জন রোজাদার ইফতার করেন। এই কার্যক্রম মাহে রমজানের শেষ দিন পর্যন্ত চলবে। রোজাদারদের জন্য আটটি আইটেম সম্পন্ন একটি প্যাকেজ নির্ধারণ করা আছে। কেউ বাড়তি খেতে চাইলেও বারণ নেই। যতটুকু ইচ্ছা তা খেতে পারবেন রোজাদাররা। মহিলাদের জন্য আছে বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগও।
দোকানে ইফতার করতে আসা আলী আহম্মদ, আবদুল হাইসহ বেশ কয়েকজন বলেন, ‘সারা দিন রোজা রেখে বাড়িতে ভালোমন্দ জিনিস দিয়ে ইফতার করা সম্ভব হয় না।
এই দোকানে ফ্রিতে ভালোভাবে পেটভরে ইফতার করা যায়, তাই এখানে আসছি।’
রিফাত আলম মহিম পেশায় একজন মেরিন অফিসার। দীর্ঘ ছুটি পেয়ে বাড়িতে থাকেন বলে বিভিন্ন মানব কল্যাণমূলক কাজ করে থাকেন। তারই অংশ হিসেবে এবারের রমজানে একটি দোকানকে বেছে নিয়েছেন রোজাদারদের বিনামূল্যে ইফতার করানোর জন্য। তিনি জানান, এবারের ছুটিতে রমজান মাস হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা ভেবেই ইফতারের উদ্যোগ নিয়েছেন।
মাঝেমধ্যে তিনি নিজেও দোকানে এসে ইফতারে অংশ নেন।