সাবরেজিস্ট্রি অফিস বেহাল

  • রংপুর
নজরুল ইসলাম রাজু, রংপুর
নজরুল ইসলাম রাজু, রংপুর
শেয়ার
সাবরেজিস্ট্রি অফিস বেহাল

অযত্ন-অবহেলায় রংপুর সাবরেজিস্ট্রি অফিসে গুরুত্বপূর্ণ জমির মূল দলিলপত্র জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে যত্রতত্র। রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক হাজার কোটি টাকার প্রায় দেড় লাখ জমির দলিল রুমের মেঝেতে এলোমেলো পড়ে থাকায় নষ্ট ও হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন জমির মালিকরা।

রংপুর সাবরেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষের অবহেলায় যেখানে-সেখানে পড়ে আছে গুরুত্বপূর্ণ জমির কাগজপত্র। এসব দলিলপত্র নষ্ট হয়ে গেলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

কাগজ সংগ্রহে ভোগান্তি আর দুর্ভোগে পড়বেন জমির মালিকরা।

রংপুর জেলা সাবরেজিস্ট্রি অফিসটি জরাজীর্ণ অবস্থায় আছে কয়েক বছর ধরে। গুরুত্বপূর্ণ জমির দলিল ও কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন জমির মালিক ও ক্রেতা-বিক্রেতারা। সাবরেজিস্ট্রি অফিসে থাকা গুরুত্বপূর্ণ এসব জমির কাগজ দায়িত্বহীনতার কারণে নষ্ট হওয়ার পথে।

এ কারণে বছরের পর বছর ধরে ঘুরেও দলিল খুঁজে পাচ্ছেন না অনেক জমির মালিক। ফলে ভোগান্তি ও দুর্ভোগে পড়ছে এ অঞ্চলের মানুষ। দলিল লেখকরা বলছেন, অনেক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় দেড় লক্ষাধিক গুরুত্বপূর্ণ জমির দলিল পড়ে আছে। এ কারণেই অনেকে দীর্ঘদিন ঘুরে ঘুরেও মূল দলিলপত্র ও নকল আবেদন করে পাচ্ছেন না।
ভোগান্তি আর দুর্ভোগে পড়তে হচ্ছে রংপুর সদর সাবরেজিস্ট্রি অফিসে জমির মালিকদের। দলিল নষ্ট হলে ভোগান্তি আর দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ।

ভুক্তভোগী নিলুফা ইসলাম, বকুল মিয়াসহ অনেকে বলছেন, কয়েক মাস ধরে সাবরেজিস্ট্রি অফিসে ঘুরেও জমির দলিল খুঁজে পাচ্ছেন না তাঁরা। জমির দলিল ও নকলের জন্য আবেদন করেও হদিস মিলছে না। এর ফলে দুশ্চিন্তায় ভুগছেন জমির মালিকরা।

দলিল লেখক ও সমিতির ট্রেজারার মো. মনিরুল ইসলাম দিপু জানান, সাবরেজিস্ট্রি অফিসের জায়গা ও রের্কডরুম না থাকায় জরাজীর্ণ অবস্থায় দলিল পড়ে থাকায় খুঁজে পা্ওয়া যায় না জমির নথিপত্র। এ কারণে দলিল বের করতে সময় লাগছে অফিস সহকারীদের।

রংপুরের জেলা রেজিস্ট্রার রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা। জায়গা সংকটের কারণে কাগজপত্র রাখতে সমস্যায় পড়তে হচ্ছে। তবে কর্তৃপক্ষ বরাবর বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লিটন হাওলাদার, হোসেন মাতবর, কাশেম বেপারী, মোস্তফা, মো. হেলাল, মো. কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি ও জয়নাল।

স্থানীয় বিএনপির তিন নেতা জানান, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাছেদ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিজানুর রহমান সরদার বলেন, হাওলাদার পরিবার (বিএনপি নেতা বাছেদ হাওলাদার) আওয়ামী লীগের সময়ও সুবিধা নিত, এখন বিএনপির সময়ও সুবিধা নিচ্ছে, ফেসবুকে এ ধরনের একটি পোস্টকে কেন্দ্র করে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এ বিষয়ে বিএনপি নেতা আবুল বাছেদ হাওলাদারের বক্তব্য জানা যায়নি।

 

মন্তব্য

মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১

দামুড়হুদায় বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল হত্যার অভিযোগে তিনজনের নামে বন বিভাগ গতকাল শনিবার দর্শনা থানায় মামলা করেছে। পরে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আলমগীর উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার মৃত সহিদুল ইসলামের ছেলে। অন্য দুজন মিন্টু ও সাইফুল ইসলাম পালাতক।

কুড়ালগাছি ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, ধান্যঘরা গ্রামে আলমগীর ফকিরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত আছে। শুক্রবার দুপুরে তিনি টেঁটা নিয়ে ধানক্ষেতে মেছো বিড়ালটি দেখে টেঁটাবিদ্ধ করে রাস্তার ওপর নিয়ে আসে। দীর্ঘ সময় টেঁটাবিদ্ধ থাকায় বিড়ালটি মারা যায়।

 

মন্তব্য

অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

জাহাজে চুরির প্রস্তুতির সময় শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। আটকৃতরা হলেন মো. জনি, মো. আলিরাজ, স্বপন মুন্সি, মো. আজিম ও মো. মেজবাহ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশে মোংলা থেকে সুমন বাহিনীর পাঁচ সদস্য হারবারিয়ার উদ্দেশে যাচ্ছে এমনখবর পেয়ে কোস্ট গার্ডের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোট তল্লাশি করে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়।

মন্তব্য

চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম (২৫), আবু হানিফ (২৪) ও আব্দুর ফেরদৌস সেখ (১৮)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে চাচা-ভাতিজা হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এরপর রাতেই সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান। প্রসঙ্গত, ১৬ মার্চ রাতে নির্মাণশ্রমিক রিয়াজ উদ্দিন সেখ ও হৃদয় সেখ (১৮) নিখোঁজ হন। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
২০ মার্চ একটি সেতুর নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ