বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি ছয়তলা ভবন থেকে পড়ে মৌ (১৪) নামের এক কিশোরী মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই ভবনের নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। শুক্রবার দুপুর ১টার দিকে মৌ ওই ভবনের ছাদ থেকে প্রথমে একতলা টিনের চালাঘরের ওপর ও সেখান থেকে নিচে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।