চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াকুব আলী বাবুল (৪৫) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। বাবুল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ইয়াকুব একটি খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।