২০১৪ সাল থেকে ‘ত্রিবেণী টাঙ্গাইল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রমজান মাসে বিনামূল্যে মাসব্যাপী সবার জন্য ইফতার বিতরণ করছে। ভিক্ষুক, পথচারী, গাড়িচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক মানুষ প্রতিদিন এই বিনামূল্যের ইফতারে অংশগ্রহণ করছেন। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম রোজা থেকে এই মানবিক কাজে সহযোগিতা করছে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯২।
দেখা যায়, শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৪টা থেকে ১৫ জন স্বেচ্ছাসেবী নারী-পুরুষ ইফতারসামগ্রী তৈরি করছেন।
সারিবদ্ধভাবে প্লেটে ইফতার তৈরির পাশাপাশি প্যাকেট করছেন। সাড়ে ৫টা বাজতেই দলে দলে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন রোজাদাররা। এরপর তারা সারিবদ্ধভাবে নিজ দায়িত্বে পাটের তৈরি চটে বসে পড়েন। এ ছাড়া ট্রাফিক পুলিশের জন্য ৩০টি ও টহল পুলিশের জন্য ৩৫টি প্যাকেট নেওয়া হয়।
ডিম, খেঁজুর, মুড়ি, ছোলা, শরবত, জিলাপি ও খিচুড়ি মাংসসহ প্রায় আট থেকে ১০টি আইটেমের ইফতার সবার সামনে দেওয়া হয়। ইফতারের কিছুক্ষণ আগে সেখানে একজন হাফেজ দিয়ে দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে মাইকে সাইরেন বাজতেই সবাই একত্রে ইফতার করেন। দুই-চারজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষজনও অংশ নেন এই আয়োজনে।
নিয়মিত ইফতার করেন রিকশাচালক দেলোয়ার হোসেন বলেন, ‘বিনামূল্যের ইফতার কার্যক্রমটি অনেক ভালো লেগেছে। আট থেকে ১০টি আইটেমের ইফতার পেয়ে আমি খুব খুশি।’
ত্রিবেণী টাঙ্গাইলের সভাপতি বাপ্পি খান বলেন, ‘আমাদের ইফতার কার্যক্রমটি ২০১৪ সাল থেকে চলে আসছে। আমাদের সদস্য ৬০ জন এবং বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের ৬০ জন রয়েছেন। আমরা ১২০ জন মিলে কার্যক্রমের অর্থ ব্যয় করি।