যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে নারী, শিশুসহ ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ঈদের দিন খাদ্যে বিষক্রিয়ার ফলে (ফুড পয়জনিং) পেটে ব্যথা ও বমির লক্ষণ নিয়ে নারী শিশুসহ অন্তত ৪০ জনকে ভর্তি করা হয়েছে।
উপজেলার কাপাশহাটী গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন বলেন, ঈদের দিন বিকেলে সপরিবারে ভাঙ্গাগেট এলাকায় ভৈরব সেতু সংলগ্ন এক ঈদ মেলায় বেড়াতে গিয়ে এক স্টল থেকে ফুচকা খেয়ে তিনজন অসুস্থ হয়ে পড়েন।