<p>যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ৮ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ‘স্বপ্নচূড়া’খ্যাত অভিনেত্রী। গতকাল বিকেলে খবরটি প্রকাশ করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। যমজ সন্তানের ছবিসহ ফেসবুকে খবরটি জানিয়েছেন নির্মাতা। চয়নিকা চৌধুরী বলেন, ‘শিমু এবং বাচ্চারা এখন বাসায় আছে। সবাই সুস্থ আছে। গতকাল কথা হয়েছে শিমুর সঙ্গে। জানিয়েছে, আকিকার পর সন্তানদের নাম রাখবেন।’ ২০১৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক  বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় শিমুর। ২০১৭ সালে রিলিফ ইন্টারন্যাশনালের শুভেচ্ছাদূত হন শিমু। পরে তিনি নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য তথ্য-প্রযুক্তি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য ‘বেটার ফিউচার ফর উওম্যান’ নামে একটি সংস্থা চালু করেন। </p>