<p>যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন হলিউডের অনেক তারকাসহ কালাকুশলীরা। একের পর এক শুটিং বাতিল হচ্ছে, পিছিয়ে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। তবে এই দুঃসময়ে এগিয়ে এসেছে বড় প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়াল্ট ডিজনি কম্পানি ও প্যারামাউন্ট গ্লোবাল।</p> <p>ডিজনি দিচ্ছে ১৫ মিলিয়ন ডলার [বাংলাদেশি টাকায় ১৮৩ কোটির বেশি]। মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ডিজনির এই অনুদান যাবে লস অ্যাঞ্জেলেসের ফায়ার বিভাগের ফাউন্ডেশন, আঞ্চলিক ফুডব্যাংকসহ নানা সংস্থায়। ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিজনি কম্পানির সব কর্মচারীর জন্য এটা দুর্ভাগ্যজনক, এই ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে সবাই একসঙ্গে কাজ করব।’</p> <p>হলিউড রিপোর্টার আরো জানিয়েছে, ডিজনির পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার [বাংলাদেশি টাকায় ১২২ কোটিরও বেশি] অনুদানের ঘোষণা দিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ঘটনায় তারা ভীষণ মর্মাহত। যাদের জানমালের ক্ষতি হয়েছে তাদের প্রতি প্রতিষ্ঠানটির সমবেদনা আছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। উল্লেখ্য, এর আগে প্যারামাউন্ট গ্লোবালের সমান অঙ্কের অর্থ [১০ লাখ ডলার] অনুদানের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস।</p> <p> </p> <p> </p>