অন্তর্জাল

ডেন অব থিভস ২ : প্যান্টেরা

শেয়ার
ডেন অব থিভস ২ : প্যান্টেরা
‘ডেন অব থিভস ২ : প্যান্টেরা’-এর একটি দৃশ্য

জানুয়ারিতে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলারটির দ্বিতীয় কিস্তি। এ সপ্তাহে নেটফ্লিক্সে এসেছে ক্রিস্টিয়ান গুদেগাস্টের ছবিটি। ২০০৩ সালে অ্যান্টওয়ার্পে ঘটে ইতিহাসের সবচেয়ে বড় হীরে ডাকাতির ঘটনা। সেই ঘটনার আদলে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, ও-শেনা জ্যাকসন জুনিয়র, এভিন আহমাদ, সালভাতর এসপোসিতো প্রমুখ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

দ্য রেসিডেন্স

শেয়ার
দ্য রেসিডেন্স
‘দ্য রেসিডেন্স’ সিরিজের দৃশ্য

বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে পল উইলিয়ামের মিস্ট্রি সিরিজ ‘দ্য রেসিডেন্স’। আমেরিকান সাংবাদিক ও লেখক কেট অ্যান্ডারসন ব্রোয়ারের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে এটি। পরপর কয়েকটি খুনের ঘটনা ঘটে। যেটার সঙ্গে জড়িত হোয়াইট হাউসের কর্মীরা।

তদন্তে বেরিয়ে আসে বিস্ফোরক সব তথ্য। সিরিজটির অভিনয়ে আছেন উজো আডুবা, সুজান কেলেসি ওয়াটসন, জেসন লি, কেন মারিনো প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্ফুলিঙ্গ

শেয়ার
স্ফুলিঙ্গ
‘স্ফুলিঙ্গ’ ছবিতে পরীমনি, শ্যামল মাওলা

অভিনয়ে মম, পরীমনি, শ্যামল মাওলা। পরিচালনা তৌকীর আহমেদ। দুপুর ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী মিলে একটি ব্যান্ডদল গঠন করে।

পার্থ, আইরিন, জাফর দলটির সদস্য। বাংলাদেশের বিজয় দিবসের কনসার্টে গাওয়ার জন্য নতুন গান তৈরি করতে হবে। সবাই মিলে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে বিভিন্ন বই পড়ে, বঙ্গবন্ধুর ভাষণ শোনে। ইতিহাস পড়তে গিয়ে সবাই নিজেদের মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করে।
কল্পনায় তারা চলে যায় ১৯৭১ সালে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

সবুজ গ্রাম পাথরের শহর

শেয়ার
সবুজ গ্রাম পাথরের শহর
‘সবুজ গ্রাম পাথরের শহর’ ধারাবাহিকের দৃশ্য

বৈশাখী টিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ইউসুফ আলী খোকন ও পরিচালনা রুমান রুনি। অভিনয়ে দিলারা জামান, সালাহউদ্দিন লাভলু, মাহমুদুল ইসলাম মিঠু, শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, সেমন্তি সৌমি, এ কে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, সূচনা শিকদার প্রমুখ।

 

আফ্রিকা ডিরেক্ট

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে তিনটি তথ্যচিত্র ‘গো টেলেম’, ‘ফ্রেন্ড অব বি’ ও ‘মেকানিক সি’। এগুলো নির্মিত হয়েছে যথাক্রমে সিয়েরা লিওনের সংগীত অঙ্গন, কঙ্গো প্রজাতন্ত্রে মধু সংগ্রহ ও কেপ ভার্দে দ্বীপের মেটাল বর্জ্যের ব্যবস্থাপনা নিয়ে। নির্মাণে আফ্রিকান তিন নির্মাতা আনদিকে হ্যামিলটন, এলিস সাওয়াসাওয়া ও কার্লোস ইউরি।

মন্তব্য

দুই দশক পর বিটিভিতে বেবী নাজনীন

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
দুই দশক পর বিটিভিতে বেবী নাজনীন

দুই দশক পর শুক্রবার বিটিভি প্রাঙ্গণে দেখা মিলল কণ্ঠশিল্পী বেবী নাজনীনের। ঈদের একক সংগীতানুষ্ঠানের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি। এদিন সন্ধ্যা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত রেকর্ড করা হয় একক সংগীতানুষ্ঠানের আটটি গান। ‘প্রিয়তম একটু শোনো’ শিরোনামের অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে শোনা যাবে ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘দারুণও বরষায় নদী’, ‘প্রিয়তম একটু শোনো’ ও ‘বন্ধু তুমি কই’।

এর পাশাপাশি রেকর্ড করা হয় ‘খোলা হাটের বালুচরে’ শিরোনামে একটি আঞ্চলিক বিয়ের গানও।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ