বৈশাখী টিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ইউসুফ আলী খোকন ও পরিচালনা রুমান রুনি। অভিনয়ে দিলারা জামান, সালাহউদ্দিন লাভলু, মাহমুদুল ইসলাম মিঠু, শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, সেমন্তি সৌমি, এ কে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, সূচনা শিকদার প্রমুখ।
আফ্রিকা ডিরেক্ট
আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে তিনটি তথ্যচিত্র ‘গো টেলেম’, ‘ফ্রেন্ড অব বি’ ও ‘মেকানিক সি’। এগুলো নির্মিত হয়েছে যথাক্রমে সিয়েরা লিওনের সংগীত অঙ্গন, কঙ্গো প্রজাতন্ত্রে মধু সংগ্রহ ও কেপ ভার্দে দ্বীপের মেটাল বর্জ্যের ব্যবস্থাপনা নিয়ে। নির্মাণে আফ্রিকান তিন নির্মাতা আনদিকে হ্যামিলটন, এলিস সাওয়াসাওয়া ও কার্লোস ইউরি।