নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
‘অভ্যুত্থানের আশঙ্কা’র খবরের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী

‘অভ্যুত্থানের আশঙ্কা’র খবরের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী

 

এর আগে গত সোমবার দিবাগত রাতে রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সাফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

সাফিউর রহমান স্বাধীন দুই বছর আগে ছাত্ররাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় মহানগর ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করে সহকারী স্টেশনমাস্টার পদে চাকরিতে যোগদান করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলা রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর টাউন হল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অনেকের সঙ্গে হামলায় আহত হন নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদ। এ ঘটনায় তিনি গত বছরের ৭ নভেম্বর সাফিউর রহমান স্বাধীনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন
আদালতের সামনে মিছিল করে বিচার করা যায় না : চিফ প্রসিকিউটর

আদালতের সামনে মিছিল করে বিচার করা যায় না : চিফ প্রসিকিউটর

 

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

সরকারের পতনের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপি নেতার যোগসাজসে টাকার বিনিময়ে ভিজিএফের চাল বিতরণ, বিক্ষোভ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
বিএনপি নেতার যোগসাজসে টাকার বিনিময়ে ভিজিএফের চাল বিতরণ, বিক্ষোভ
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে টাকার বিনিময়ে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় জেলেদের বিক্ষোভের মুখে পালিয়ে যান দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম। 

শুক্রবার (২৮ মার্চ) উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে এক হাজার ৮০০ কার্ডধারী জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করার কথা ছিল।

এতে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের যোগসাজশে ওই ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবদল নেতা মো. হেলাল উদ্দীন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম জেলে প্রতি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এতে বিক্ষোভ করেন জেলেরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজজামান, সেনাবাহিনীর কর্মরত একটি টিম ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আরো পড়ুন
শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই

শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই

 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে এক হাজার ৮০০ জেলের জন্য ১৪৪ মেট্টিক টন চাল বরাদ্দ দেয় সরকার।

প্রতি জেলে ৮০ কেজি করে চাল পাওয়ার কথা রয়েছে। কিন্তু দুইজন মেম্বার জেলে প্রতি আড়াই থেকে ৩ হাজার টাকা করে আদায় করার অভিযোগ ওঠে। এছাড়া ইউপি সদস্য হেলাল ও আবুল কাশেম টাকা নিয়ে প্রকৃত জেলে নয়-এমন লোকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করলে জেলেদের মাঝে অসন্তোষ দেখা যায়। বাধ্য হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

চাল নিতে আসা লাইনে দাঁড়ানো তিনজন ব্যক্তি নাম প্রকাশ না করা শর্তে এ প্রতিবেদককে জানান, তারা এ পেশার লোক নন। কিন্তু টাকা দিয়ে চাল নিচ্ছেন। জেলেদের ওই তালিকায় মৃত ব্যক্তির নামও রয়েছে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দা মো. আফজল মিয়া ও কবির হোসেন বলেন, টাকার বিনিময়ে কৃষক ও রিক্সার ড্রাইভারকে জেলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যারা টাকা দেয়নি তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

এ সব অপকর্মের মূল হোতা স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার ও যুবদল নেতা হেলাল উদ্দীন মেম্বার। 

জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ডের মেম্বার ও উপজেলা যুবদলের সদস্য মো. হেলাল উদ্দীন কোনো কথা বলতে রাজি হননি। ফোন বন্ধ থাকায় সাহেবেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মেম্বারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.জহিরুল ইসলাম বলেন, চাল বিতরণ শুরু করলে হঠাৎ জেলেরা বিক্ষোভ শুরু করে পরিষদের দিকে আসার প্রস্তুতি দেখে নিরাপত্তার স্বার্থে আমি সরে গিয়েছি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, জেলেদের তালিকা তৈরিতে কোনো অনিয়ম হয়েছে কিনা- তিনি জানেন না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, কিছু অনিয়মের খবর পেয়ে আমি সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা শুনেছি। জেলেদের তালিকা তৈরিতে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাট নল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার এলাকা পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। এ দুই মাস জেলেদের সহায়তার জন্য জেলে প্রতি ৮০ কেজি করে ভিজিএফ চালের বরাদ্দ দেয় সরকার।

প্রাসঙ্গিক
মন্তব্য

‘উপদেষ্টাদের বিদেশ সফর কমিয়ে গ্রামের মানুষের কাছে যাওয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
‘উপদেষ্টাদের বিদেশ সফর কমিয়ে গ্রামের মানুষের কাছে যাওয়া উচিত’
সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন,‘উপদেষ্টাদের বিদেশ সফর কমিয়ে গ্রামের মানুষের কাছে যাওয়া উচিত। মানুষের কষ্টের কথাগুলো শুনতে হবে। আপনাদের মনে রাখতে হবে আপনারা বিপ্লবী সরকারের উপদেষ্টা।’

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন,‘ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে। এটা করবেন না। এটা করলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।’

তিনি বলেন, ‘গণহত্যার বিচার করতে হবে।

ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। এবং দ্রুত রাষ্ট্র সংস্কার করে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে।’

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, মুহাদ্দিস রবিউল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর লাবলু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাব নেতা ইব্রাহিম রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রাসেল উদ্দিন ও সরকারি কেসি কলেজের সাবেক প্রফেসর মহব্বত হোসেন টিপু প্রমুখ।

মন্তব্য

ঈদ উপলক্ষে গাইবান্ধায় বিএনপির শাড়ি-লুঙ্গি বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি
শেয়ার
ঈদ উপলক্ষে গাইবান্ধায় বিএনপির শাড়ি-লুঙ্গি বিতরণ
গাইবান্ধা জেলা বিএনপির শাড়ি-লুঙ্গি বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) জুম্মার নামাজের পর সারকুলার রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক গরীব ও দুস্থদের হাতে এই শাড়ি-লুঙ্গি তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, কৃষক দলের সভাপতি মোস্তাক আহমেদ মোস্তাক, সদর উপজেলা জিয়া পরিষদের আহবায়ক খন্দকার সফিউল ইসলাম রিপুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

মন্তব্য

ডিএসবির এসআই পরিচয়ে গৃহবধূকে তুলে নেওয়ার হুমকি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ডিএসবির এসআই পরিচয়ে গৃহবধূকে তুলে নেওয়ার হুমকি
সংগৃহীত ছবি

গোয়েন্দা সংস্থা ডিএসবির এসআই পরিচয় দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক গৃহবধূকে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর ওয়াটসঅ্যাপ নম্বরে টাকা চেয়ে ব্যর্থ হয়ে এ ধরনের হুমকি দেওয়া হয়।

ওই গৃহবধূর স্বামী জানান, একটি নম্বর থেকে তার স্ত্রীর নম্বরে ফোন করে বলা হয় তিনি জনৈক সাদেক মিয়ার বিরুদ্ধে চেক ডিজওনার মামলা করেছেন। আদালত থেকে ওই মামলার তদন্তের দায়িত্ব পড়েছে তার ওপর।

তিনি ডিএসবির উপপরিদর্শক (এসআই)। আজই তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হবে। এজন্য কিছু খরচ লাগবে। 

এ কথা শুনে গৃহবধূ জানতে চান কত টাকা? সম্মানজনকভাবে দেওয়ার জন্য বলে ফোনটি কেটে দেন।

টাকা না দেওয়ায় কিছুক্ষণ পরপর ফোন করে তাগাদা দিতে থাকেন ওই ব্যক্তি। 

আরো পড়ুন
শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই

শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই

 

এক পর্যায়ে তিনি গৃহবধূকে বলেন, ‘আমার ফোনটি আপনারা কেটে দেন, সাহস কম না! আপনি জানেন আমি কি করতে পারি। চেক মামলায় ৫১ লাখ টাকা লিখেছেন। আসলে একের আগে ৫ বসিয়ে টাকার অঙ্ক বাড়িয়েছেন।

এটা অপরাধ প্রতারণা। এই জন্য দুইজনেরই জেল খাটতে হবে। তাছাড়া ১১ টা ৫৬ মিনিটে রকেট বা বিকাশের নম্বর দিতে চাইলে নিলেন না। এতে পস্তাতে হবে।’ 

এ সব কথা শুনে গৃহবধূর স্বামী প্রতিবাদ করলে ওই কথিত এসআই হুমকি দিয়ে বলেন, ‘ঈদের আগেই আপনার স্ত্রীকে তুলে নেওয়া হবে।

জেলে ঈদ করতে হবে। তৈরি থাকেন।’ এসব কতাবার্তার রেকর্ড সংরক্ষিত রয়েছে।

জানা যায়, হুমকির শিকার গৃহবধূ গোল্লাজয়পুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে সাদেকের বিরুদ্ধে ৫১ লাখ টাকার চেক ডিজওনারের মামলা করেছেন। ওই মামলায় সাদেক বর্তমানে জামিনে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক পরিচয় শুনে উত্তেজিত হয়ে যান এসআই পরিচয় দেওয়া ওই ব্যক্তি। এক পর্যায়ে তার সাথে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দেখা করতে বলেন। কিছুক্ষণ পর ফের মোবাইলে কল দিয়ে গালাগাল শুরু করেন। বারবার পরিচয় জানতে চাইলে নিজেকে ডিএসবির এসআই পরিচয় দেন। এক পর্যায়ে এ প্রতিনিধিকেও দেখে নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমানকে ওই এসআইয়ের ফোন নম্বরটি দিলে তিনি বেশ কয়েকবার ফোন করলে ফোনটি ধরেননি বলে জানান। 

ময়মনসিংহ ডিএসবির ডিআই-১ মো. জসিম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, আশিকুর রহমান নামে কেউ এখানে নেই। তাছাড়া এ সংস্থার কেউ কোনো ঘটনা তদন্ত করে না। ভুক্তভোগি স্থানীয় থানায় সাধারণ ডায়রি করে আমাদের কাছে দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ