<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশি পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন হয়েছিল হামজা চৌধুরীর। বাংলাদেশের হয়ে খেলতে বাকি ছিল শুধু ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন। গতকাল সেই ছাড়পত্র পেয়ে গেছেন লিস্টার সিটির এই মিডফিল্ডার। এখন আর বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই তাঁর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার হিসেবে লাল-সবুজের জার্সিতে খেলবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। হামজা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গতকাল সন্ধ্যায় দারুণ এই সুখবর দিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের জার্সিতে খেলতে তর সইছে না হামজার। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় হামজা বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব কিছু ঠিকঠাক চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হামজার অপেক্ষা শেষ হতে পারে আগামী বছরের মার্চে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে তাঁর। গতকাল বিকেল থেকেই হামজাকে নিয়ে বাংলাদেশের ফুটবলাঙ্গনে আগ্রহ তৈরি হয় তার ইন্সটাগ্রামে করা একটি পোস্টকে কেন্দ্র করে। হামজা নিজেই বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক দিন অপেক্ষার পর একটি রোমাঞ্চকর খবর জানাতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সেই খবর বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর হয়ে এসেছে। হামজার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো খবর। নিশ্চিতভাবেই বলতে পারি, হামজা দলে ভারসাম্য বাড়াবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামজার মা-বাবা বাংলাদেশি। কিন্তু তাঁর বেড়ে ওঠা ইংল্যান্ডে। ২০১৫ সাল থেকে হামজা খেলছেন লিস্টার সিটির হয়ে। মাঝে দুই মৌসুম বার্টন আলবিওন এবং এক মৌসুমে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে। ২০১৮ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় দলে অভিষেক হয় হামজার। দেশটির সিনিয়র দলে খেলার স্বপ্নে এগোলেও তা পূরণ হয়নি তাঁর। এরপর নিজে থেকেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। তখন থেকেই ফিফার সঙ্গে যোগাযোগ করতে থাকে বাফুফে। শেষ পর্যন্ত হামজাকে পেল বাংলাদেশ।</span></span></span></span></p>