<p>লা লিগায় চলছে ত্রিমুখী লড়াই। মৌসুমের শুরুতে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা অর্ধেক পথে এসে পথ হারিয়েছে! তাদের তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। বছরের শেষ ম্যাচে গত পরশু সেভিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। টানা ছন্দে থেকে শীর্ষে থেকে বছর শেষ করল অ্যাতলেতিকো মাদ্রিদ। শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান স্রেফ তিন।</p> <p>সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পে, ফেদে ভালভার্দে ও রদ্রিগোর লক্ষ্যভেদে ৩৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় রিয়াল। পরের মিনিটেই সেভিয়ার ইসাক রোমেরো গোল করে ব্যবধান কমান। মধ্যবিরতি থেকে ফিরেই ব্রাহিম দিয়াজ গোল করে রিয়ালকে রাখেন বড় জয়ের পথে। শেষ দিকে সেভিয়ার আরেকটি গোল শোধ দেন দোদি লুকবাকিও।</p> <p>ইতালিয়ান লিগে এম্পোলিকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আতালান্তা। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট আতালান্তার। ৩৮ পয়েন্টে দুইয়ে নাপোলি। বুন্দেসলিগায় ওলফসবুর্গকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে বরুশিয়া ডর্টমুন্ড। এএফপি</p> <p> </p>