<p>সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক তিনি। গ্র্যান্ড স্লামের ম্যাচের সংখ্যায়ও নোভাক জোকোভিচ পেছনে ফেলেছেন সবাইকে। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ম্যাচ খেলে এই কীর্তিতে তিনি পাশে বসে ছিলেন রজার ফেদেরারের। গতকাল রড লেভার অ্যারেনায় দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে সুইজারল্যান্ডের কিংবদন্তিকে ছাড়িয়ে জোকোভিচ এককভাবে বসেছেন চূড়ায়। পুরুষ ও মহিলা মিলিয়ে টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামে সর্বোচ্চ ৪৩০ ম্যাচ খেলার রেকর্ড এখন এই সার্ব তারকার। জোকোভিচ ও ফেদেরার (৩২৯) ছাড়া টেনিসের মেজর ইভেন্টে ৪০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন শুধু সেরেনা উইলিয়ামস (৪২৩)। অনন্য এই রেকর্ড গড়ে জোকোভিচ স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত, ‘জিতি কিংবা হারি, কোর্টে আমি সব সময় হৃদয় নিংড়ে দিয়ে টেনিসটা খেলি। আমি সৌভাগ্যবান আরেকটা রেকর্ড গড়তে পেরেছি।’</p> <p>মাইলফলক ছোঁয়া ম্যাচটি জিততে অবশ্য যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে জোকোভিচকে। ছাদে ঢাকা রড লেভার অ্যারেনায় দ্বিতীয় সেট জিতে ১-১-এ সমতা ফিরিয়েছিলেন পর্তুগিজ কোয়ালিফায়ার জেইম ফারিয়া। কিন্তু পরের দুই সেট টানা জিতে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন মেলবোর্ন পার্কে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। শেষ বত্রিশে সার্ব তারকা মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের টমাস মাচাসের। আর সব ঠিকমতো এগোলে শেষ আটে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী কার্লোস আলকারাজ। স্প্যানিয়ার্ড তরুণ এই রাউন্ডে একেবারে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে। একতরফা লড়াইয়ে তিনি মাত্র ৮১ মিনিটে ৬-০, ৬-১, ৬-৪ গেমে সেরেছেন জয়ের আনুষ্ঠানিকতা। অনায়াস জয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন আলেকজান্ডার জিভেরেভও। স্পেনের পেদ্রো মার্তিনেসকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন জার্মান এই তারকা। তবে হেরে গেছেন ষষ্ঠ বাছাই নরওয়ের ক্যাসপার রুড। এএফপি</p> <p> </p> <p> </p>