প্রিমিয়ার লিগের নিচের সারির তিনটি দল ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ইয়াংমেন্স এবং চট্টগ্রাম আবাহনী দেদার পয়েন্ট ও গোল বিলাচ্ছে প্রতিপক্ষকে। এ পর্যন্ত ৭ ম্যাচে ৬৭ গোল হজম করেছে দল তিনটি। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে, তবে সন্দেহ তৈরি হয়েছে তাদের স্বচ্ছতা নিয়েও। এএফসির ম্যাচ পর্যবেক্ষকরা এর মধ্যেই এই তিনটি দলের সন্দেহজনক ম্যাচ শনাক্ত করেছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে তাদের চিঠি দিয়ে এর ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
সন্দেহজনক ম্যাচ খেলে অভিযুক্ত তিন ক্লাব
শাহজাহান কবির

ফুটবলে পাতানো ম্যাচের অভিশাপ তো নতুন নয়। একটা সময় ‘ওপেন সিক্রেট’ই ছিল ঢাকা লিগে ম্যাচ ছাড়াছাড়ি। পেশাদার লিগে কয়েক বছর ধরে ঢুকেছে অনলাইন বেটিং ও স্পট ফিক্সিংয়ের জীবাণু। যাতে করে প্রতিপক্ষকে ম্যাচ ছেড়ে দিতে হয় না, হার নিশ্চিত জানা ম্যাচে নির্দিষ্ট একটা স্কোরলাইন ধরে রাখতে পারলেও বাজিকর এবং তাঁর ক্রীড়নকরা কামিয়ে নিতে পারেন কাঁড়ি কাঁড়ি টাকা।
চট্টগ্রাম আবাহনী অভিযুক্ত হয়েছে সর্বশেষ আবাহনীর কাছে ৪-০ গোলে হারা ম্যাচটিতে।
বাফুফের পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান হিসেবে এবারও আছেন হুমায়ুন খালিদ। গতকাল তিনি বলেছেন, ‘আমরা সবেমাত্র কাজ শুরু করেছি। এএফসি তাদের কিছু পর্যবেক্ষণ দিয়েছে। আমরা এখন তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। সে অনুযায়ী পরবর্তী সময়ে আমরা কথা বলব সংশ্লিষ্টদের সঙ্গে।’ ইয়াংমেন্স, ওয়ান্ডারার্স, চট্টগ্রাম আবাহনীকে নিয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু বলতে চাননি তিনি, ‘বেশ কয়েকটি দলের ব্যাপারেই আমরা পর্যবেক্ষণ পেয়েছি।’
জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলামের উদ্যোগে একেবারে শেষ মুহূর্তে দলবদল করে চট্টগ্রাম আবাহনী। আর্থিক সংকটের মধ্যে আছে দলটি। ইয়াংমেন্স ও ওয়ান্ডারার্স এই মৌসুমেই প্রিমিয়ার লিগে উঠেছে। তারাও খুব ভালো দল গড়তে পারেনি। বেটিং কম্পানিগুলো তাদেরই নিয়ে মেতেছে কি না সেটি এখন খতিয়ে দেখার অপেক্ষা।
সম্পর্কিত খবর

টি স্পোর্টস

ক্রিকেট
আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান
সরাসরি, বিকেল ৪টা
চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা
।

টিভিতে

ফুটবল
উয়েফা নেশনস লিগ, জার্মানি-ইতালি
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫
স্পেন-নেদারল্যান্ডস
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৩
পর্তুগাল-ডেনমার্ক
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২
ফ্রান্স-ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১
।

বিকেএসপিরই শিরোপা
ক্রীড়া প্রতিবেদক

এটা অনুমেয়ই ছিল। টুর্নামেন্টজুড়ে গোলোৎসব করেছে বিকেএসপি। গতকালের ফাইনালের প্রতিপক্ষ কিশোরগঞ্জকেও গ্রুপ পর্বে ১৫ গোল দিয়েছিল। ফাইনালের ফল নিয়ে তাই সংশয় ছিল না।
ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে ১০২ গোল করেছে দলটি।

জুয়ার বিজ্ঞাপনে সাকিব
ক্রীড়া প্রতিবেদক

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন তাঁর ক্রিকেটে ফেরার অপেক্ষা, তখন আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাঁকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।
এর আগে ২০২২ সালে একবার সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব। ওই সময় বোর্ডের কঠোর সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে সরে এসেছিলেন তিনি। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার ছিলেন সাকিব। তবে এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।