ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

মেসির মুখোমুখি হচ্ছেন না নেইমার

শেয়ার
মেসির মুখোমুখি হচ্ছেন না নেইমার

লিওনেল মেসির সঙ্গে পুনর্মিলনী হচ্ছে না নেইমারের। আগামী ২৬ মার্চ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। বুয়েনস এইরেসে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এই দ্বৈরথে খেলা হচ্ছে না নেইমারের। চোট সুপার ক্লাসিকো থেকে ছিটকে দিয়েছে ব্রাজিল তারকাকে।

১৬ মাসের দীর্ঘ বিরতি দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু মাঠে ফেরার আগেই আবার বনে গেলেন দর্শক।

জাতীয় দলে ফেরার অপেক্ষা দীর্ঘ হওয়ায় স্বভাবত মর্মাহত নেইমার, মনে হচ্ছিল, ফেরার খুব কাছাকাছি আছি। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি এই মুহৃর্তে পরতে পারব না আমি।

সবাই জানে, আমার ফেরার ইচ্ছা কতটা তীব্র। কিন্তু দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে ঝুঁকি না নেওয়াটাই সর্বোত্তম! চোট থেকে পুরোপুরি সেরে উঠে ফেরার বিষয়ে একমত আমরা।

নেইমার ছিটকে পড়ায় ভাগ্যের দুয়ার খুলেছে এনদ্রিকের। ব্রাজিল দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

আগামী ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে খেলার পাঁচ দিন পর আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকায় এই দুই দেশই আছে ব্রাজিলের ওপরেআর্জেন্টিনা শীর্ষে (২৫ পয়েন্ট), চারে কলম্বিয়া (১৯ পয়েন্ট) এবং ব্রাজিলের অবস্থান পাঁচে (১৮ পয়েন্ট)।

চোটে নিত্য বসত নেইমারের। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি ব্রাজিল তারকা। ক্লাবের হয়েও এ সময়ে মাঠের চেয়ে মাঠের বাইরে অনেক বেশি সময় কাটাতে হয়েছে তাঁকে।

আল হিলালে তিনি খেলেছিলেন মোটে সাতটি ম্যাচ। তবে সান্তোসে এসে একেবারে খারাপও খেলছিলেন না তিনি। শৈশবের ক্লাবের হয়ে দ্বিতীয় মেয়াদে ৭ ম্যাচে তিন গোল করার পাশাপাশি করিয়েছিলেন ৩টি। সান্তোসে ফর্মে ফেরার আভাস পেয়ে ১৬ মাস পর তাঁকে ব্রাজিল দলে ডাক দিয়েছিলেন দোরিভাল জুনিয়র। কিন্তু ব্রাগান্তিনোর বিপক্ষে খেলার সময় পেশিতে চোট পাওয়ায় জাতীয় দলের হয়ে তাঁর মাঠে ফেরা নিয়ে বড় একটা সংশয় ছিলই। ওই আশঙ্কাকে সত্যি করে নেইমারের ফেরার অপেক্ষা আরো দীর্ঘায়িত করল চিরচেনা শত্রু চোট!

ব্রাজিলের জন্য লিওনেল স্কালোনি এখন চূড়ান্ত করেননি আর্জেন্টিনা স্কোয়াড। তবে আলবিসেলেস্তেদের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচে সম্ভবত খেলা হচ্ছ না ক্লদিও এচেভেরি, আলেহান্দ্রো গারনাচো, জিওভান্নি লো সেলসো ও ফ্রান্সিসকো ওর্তেগার। এএফপি, টিওয়াসি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল, আর্সেনাল-চেলসি

পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

লিস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড

পুনঃপ্রচার, সকাল ১১টা, সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি-ব্রাইটন

হাইলাইটস, রাত ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

আই লিগ, নমধারি-গোকুলাম কেরালা

সরাসরি, দুপুর ২-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

এশিয়ান লিজেন্ড লিগ, কোয়ালিফায়ার ২

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

প্রাসঙ্গিক
মন্তব্য

জয়ের ধারায় এলিট আরামবাগ

শেয়ার
জয়ের ধারায় এলিট আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি ও আরামবাগ। গতকাল বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে এলিট একাডেমি ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে আরামবাগ।

ফর্টিস মাঠে দিনের অন্য ম্যাচে ওয়ারীর বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে পিডব্লিউডি।

সাব্বির আহমেদের গোলে ওয়ারী প্রথম এগিয়ে গেলেও মিনহাজুল করিম ও রুমন হোসেনের দুই গোল জিতিয়েছে পিডব্লিউডিকে। ফরাশগঞ্জের বিপক্ষে এলিটের হয়ে গোল করেছেন জয় আহমেদ ও মাহফুজ ইসলাম। ফরাশগঞ্জের গোলটি করেছেন তরিকুল।

মন্তব্য

আলকারাজের হার

শেয়ার
আলকারাজের হার

ইন্ডিয়ান ওয়েলসে হ্যাটট্রিক হলো না কার্লোস আলকারাজের। ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড। ১-৬ গেমে হেরে শুরুটা করেছিলেন বাজেভাবে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরেরটি জিতে নেন ৬-০ গেমে।

কিন্তু শেষরক্ষা হয়নি। তৃতীয় সেটে জিতে প্রথমবার ফাইনালে ড্র্যাপার। এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ