পোস্টের সামনে পাঁচিল তোলো

শেয়ার
পোস্টের সামনে পাঁচিল তোলো

কথায় আছে, সকালের সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে। কিন্তু কখনো কখনো এই প্রবাদ মিথ্যাও প্রমাণিত হয়। এই যেমন গতকাল শিলংয়ে সকালটা শুরু হয়েছিল হাসিমাখা রোদ্দুর দিয়ে। মনে হচ্ছিল, আজ বুঝি আর কনকনে শীতের সঙ্গে লড়াই করতে হবে না।

কিন্তু হায়! দুপুর গড়াতে না গড়াতেই ঝুম বৃষ্টি। সময় যত এগিয়েছে, বৃষ্টির মাত্রাও বেড়েছে। শিলং পাহাড়ি এলাকা, তাই সারা বছর এমনিতেই শীতের আবহ থাকে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকায় সেই শীত আরো বেড়ে যায়।
এমন বৈরী কন্ডিশনেও কাল জওয়াহেরলাল নেহরু স্পোর্টস কমপ্ল্লেক্সের টার্ফের মাঠে অনুশীলনে ভীষণ সিরিয়াস দেখা গেল তপু বর্মণ-তারিক কাজীদের।

অনুপ্রেরণাঅনুপ্রেরণাতা না হয়ে আর উপায়ও নেই। ভারতের মাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরার আশা হাভিয়ের কাবরেরার দলের। তবে স্বাগতিক দেশের সেরা তারকা সুনীল ছেত্রী ফেরায় কাজটা যে মোটেও সহজ হবে নাসেটা অনুধাবন করতে পারছেন ফুটবলাররা।

অবসর ভেঙে ছেত্রী ফিরেই গোল করেছেন মালদ্বীপের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে ৯৫ গোল করা এই ফরোয়ার্ডকে নিয়ে তাই বাড়তি পরিকল্পনা রক্ষণভাগের অভিজ্ঞ তপু বর্মণের, ভারত সব সময় ভালো দল। ওদের সবাই ইন্ডিয়ান সুপার লিগে খেলে থাকে। সুনীল ছেত্রীর কথা বলি... সে অবসরে যাওয়ার পর কিন্তু ভারত ম্যাচ জেতেনি। ছেত্রী দলের জন্য অনুপ্রেরণা।
সে ফেরার পর কিন্তু ম্যাচ জিতেছে। ওর ওপর বাড়তি নজর দিতে হবে আমাদের।

রক্ষণভাগের সামনে খেলবেন হামজা চৌধুরী। তাতে তপু-তারিকরা আরো আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারবেন। তবে সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচে সেট পিসে গোল হজম করেছে বাংলাদেশ। ঢাকা, সৌদি আরব ও শিলংয়ে চলমান তিন সপ্তাহের বেশি প্রস্তুতিতে সেট পিস নিয়ে অনেক বেশি কাজ হয়েছে বলছেন তপু, সেট পিস নিয়ে অনেক কাজ করেছি, অনেক মনোযোগী আমরা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ভারত তিনটি গোলই করেছে সেট পিস থেকে। ওদের একাধিক খেলোয়াড় রয়েছে সেট পিসে ভালো। সন্দেশ জিঙ্গান, সুনীল ছেত্রী, রাহুল ভেকের মতো খেলোয়াড় আছে। এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

লম্বা সময় ধরে জাতীয় দলে খেলায় নৈপুণ্য দেখানোর পাশাপাশি দলকে উজ্জীবিত করার কাজটাও করতে চান তপু, এই ম্যাচে বড় দায়িত্ব থাকবে আমার। সবচেয়ে বড় ব্যাপার হলো গোল হজম না করা। সেই সঙ্গে দলকে উজ্জীবিত করা। আমার সঙ্গে (রক্ষণে) যে তিনজন থাকবে, ওদের নিয়ে লড়াই করার সর্বোচ্চ চেষ্টা করব।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

টি-স্পোর্টস

ফুটবল

এএফসি এশিয়া কাপ

বাংলাদেশ-ভারত

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

ক্রিকেট

ডিপিএল, লিজেন্ডস-রূপগঞ্জ টাইগার্স

সরাসরি, সকাল ৯টা

আইপিএল, গুজরাট-পাঞ্জাব

সরাসরি, রাত ৯-৩০ মিনিট থেকে

অন্যান্য চ্যানেল

ফুটবল

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই

মলদোভা-এস্তোনিয়া

সরাসরি, রাত ১১টা, টেন ২

জিব্রাল্টার-চেক প্রজাতন্ত্র

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫

নর্থ মেসিডোনিয়া-ওয়েলস

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১

ইসরায়েল-নরওয়ে

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

পিডব্লিউডি রেঞ্জার্সের জয়

শেয়ার
পিডব্লিউডি রেঞ্জার্সের জয়

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে পিডব্লিউডি ও ঢাকা রেঞ্জার্স। গতকাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। ম্যাচের ৪ মিনিটে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ শরিফ। জলসিঁড়ির ফর্টিস মাঠে শেষ মুহূর্তের দুই গোলে লিটল ফ্রেন্ডস ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে রেঞ্জার্স।

আমির আলীর গোলে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল লিটল ফ্রেন্ডস। কিন্তু তাদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে অতিরিক্ত সময়ে জোড়া গোল করেছেন রেঞ্জার্সের আরিয়ান শিকদার। লিগে রেঞ্জার্সের এটি দ্বিতীয় জয়। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে।

তৃতীয় জয়ে পিডাব্লিউডি ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্টে শীর্ষে আরামবাগ।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিশ্বকাপে নিউজিল্যান্ড

শেয়ার
বিশ্বকাপে নিউজিল্যান্ড

জাপানের পর নিউজিল্যান্ড। বাছাইয়ের গণ্ডি পেরিয়ে দ্বিতীয় দেশ হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তিন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোসহ মোট পাঁচটি দেশ নিশ্চিত করল চূড়ান্ত পর্বে খেলা। ওশেনিয়া অঞ্চলের বাছাইয়ে গতকাল নিউ ক্যালেডোনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে যায় অল হোয়াইটসরা।

এ নিয়ে তৃতীয়বারের মতো ফুটবলের সবচেয়ে বড় এই বৈশ্বিক আসরে খেলবে তারা। এর আগে ১৯৮২ ও ২০১০ সালের বিশ্বকাপ খেলেছিল নিউজিল্যান্ড। আন্তর্মহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে নিউ ক্যালেডোনিয়ারও। ইএসপিএন

মন্তব্য

ডিপিএলে সেঞ্চুরিময় দিন

শেয়ার
ডিপিএলে সেঞ্চুরিময় দিন

ক্রীড়া প্রতিবেদক : ব্যাটে-বলে মনে রাখার মতো একটা দিনই কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাতে হৃদরোগে আক্রান্ত হওয়া অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতির পরও শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। বল হাতে ২ উইকেটের পর ওপেনিংয়ে নেমে ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মিরাজ।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে গতকাল অবশ্য সেঞ্চুরি হয়েছে আরো চারটি।

আবাহনীর হয়ে পারভেজ হোসেন, প্রাইম ব্যাংকের দুই ব্যাটার সাব্বির হোসেন-ইরফান শুক্কুর এবং দল হারলেও অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কায়েস তিন অঙ্কের দেখা পেয়েছেন। বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে মোহামেডানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২৩ রানে শেষ হয় শাইনপুকুরের ইনিংস। লক্ষ্যটা ৪৬ বল হাতে রেখে তাড়া করে ফেলে মোহামেডান। পাশের মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে সাব্বির (১০২) ও ইরফানের (১০৭*) জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ৩ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।
লক্ষ্য তাড়ায় ইমরুলের সেঞ্চুরির (১১৬) পরও অগ্রণী ব্যাংক অল আউট হয় ২৮৭ রানে। আরেক ম্যাচে পারভেজের ১২৪ রানের অপরাজিত সেঞ্চুরিতে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী।

শাইনপুকুর-মোহামেডান : শাইনপুকুর ৪৯.৫ ওভারে ২২৩ (রাফসান ৭৭, শরিফুল ৫৭; তাইজুল ৩/৪৪, মিরাজ ২/৩৩)।

মোহামেডান  ৪২.২ ওভারে ২২৭ (মিরাজ ১০৩, রনি ৬১; রহিম আহমেদ ২/২২)।

ফল : মোহামেডান ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : মেহেদী হাসান মিরাজ।

ধানমণ্ডি স্পোর্টস ক্লাব-আবাহনী : ধানমণ্ডি ৫০ ওভারে ২০১/৯ (ফজলে মাহমুদ ৮৭, জিয়াউর ৫৭; রাকিবুল ৪/১৬, নাহিদ ৪/৪৫)।

আবাহনী ৩৯.২ ওভারে ২০৬/৫ (পারভেজ ১২৪*, মোসাদ্দেক ৫৪; আনামুল হক ৪/৪০)।

ফল : আবাহনী ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : পারভেজ হোসেন ইমন।

প্রাইম ব্যাংক-অগ্রণী ব্যাংক : প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৩২১/৩ (ইরফান ১০৭*, সাব্বির ১০২,

শাহাদাত ৪৮*; নাঈম ১/৬০)।

অগ্রণী ব্যাংক ৪৭.৩ ওভারে ২৮৭ (ইমরুল ১১৬, সাদমান ৬৮; রিশাদ ৩/৪৮, আরাফাত ৩/৩৯)।

ফল : প্রাইম ব্যাংক ৩৪ রানে জয়ী।

ম্যাচসেরা : ইরফান শুক্কুর।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ