ওয়েডিং প্ল্যানার
পুরো একটা বিয়ের আয়োজনের ঝক্কি পোহানো তো আর কম কথা নয়। সমস্যা সমাধানে এখন কাজ করছে বেশ কিছু ওয়েডিং প্ল্যানার প্রতিষ্ঠান। তারা সব ধর্মের বিয়ের সব অনুষ্ঠানেরই আয়োজন করছে।
ওয়েডিং সলিউশনস
হল বুকিং, বিয়ের কার্ড ডিজাইন ও ছাপানো, বর-কনের মেকআপ, ড্রেস ডিজাইন, ক্যাটারিং, ডেকোরেশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সাউন্ড সিস্টেম, লাইটিং, ডিজে—সব কিছুরই ব্যবস্থা করে তারা।
শুধু খাবার নিলে মাথাপিছু খরচ পড়ে ৫০০ থেকে সাড়ে ৭০০ টাকা। আর ডেকোরেশনের ন্যূনতম খরচ এক লাখ টাকা। ঠিকানা : বাড়ি-৪৪১, সড়ক-৩০, মহাখালী ডিওএইচএস (নতুন), ঢাকা। মোবাইল : ০১৯৯২৫০৫০৫০
রয়্যাল ওয়েডিং প্ল্যানার
২০১৪ সাল থেকে কাজ করছে। খাবার, ডেকোরেশন, ফটোগ্রাফিসহ প্রায় সব কিছুই করে। পাশাপাশি বেশ কিছু হল, মেকআপ আর্টিস্ট ও ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আছে। ফলে তাদের মাধ্যমে বুকিং দেওয়া হলে সেগুলোতে ডিসকাউন্ট পাওয়া যায়। বিয়ে, গায়েহলুদ ও রিসিপশনের জন্য বেশ কিছু প্যাকেজ রয়েছে। শুরু দেড় লাখ টাকা থেকে। তবে ব্রাইডাল শাওয়ার, মেহেদি নাইট ইত্যাদি ছোট আয়োজন গ্রাহকদের চাহিদা অনুযায়ী করা হয়। খরচও সে অনুযায়ী নির্ধারণ হয়। তবে কেউ যদি বিয়ে, গায়েহলুদ ও রিসিপশন—তিনটাই করেন, সঙ্গে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন বিনা মূল্যে করে দেওয়া হয়। ঠিকানা : সৈয়দ গ্র্যান্ড সেন্টার, লেভেল-৯, প্লট-৮৯, সড়ক-২৮, সেকশন-৭, উত্তরা, ঢাকা। মোবাইল : ০১৭০৩২১৭৭৩২
ফটোগ্রাফি
ছবি তোলা, ভিডিও ধারণ করা এখন বিয়ের অপরিহার্য অঙ্গ। এখন আর নিজেদের ক্যামেরায় শখের বশে বিয়ের ছবি তুললে চলে না। চাই পেশাদার আলোকচিত্রী। কারণ পুরো বিয়ের আয়োজন যত ভালোই হোক, তার স্মৃতি ধরে রাখা থাকবে কিন্তু ওই ছবি আর ভিডিওতেই।
ওয়েডিং ডায়েরি বাংলাদেশ
এ বছরই এক যুগ পূর্তি হতে যাচ্ছে। ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি দুটোই করে। অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে কোন প্যাকেজটি নিলে ভালো হবে সেটা জেনে নেওয়া যায়। ছবি-ভিডিও একসঙ্গে করলে খরচ পড়বে ১৯ হাজার ৫০০ থেকে শুরু করে পাঁচ লাখ ৯৫ হাজার টাকা পর্যন্ত। মূল আলোকচিত্রী প্রীত রেজাকে পেতে অ্যাপয়েনমেন্ট নিতে হয়। ঠিকানা : ফ্ল্যাট-এ২, বাড়ি-৪০, সড়ক-৫, ব্লক-জি, বনানী, ঢাকা। মোবাইল: ০১৯৭৫৫৫৬৬৩৩
ড্রিম ওয়েভার
২০১২ সালে যাত্রা শুরু। ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি দুটোই করে। বেশ কিছু প্যাকেজ আছে। খরচ সাড়ে ১২ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত। মূল আলোকচিত্রী জে এইচ শুভকে পেতে ন্যূনতম খরচ পড়বে ৪৫ হাজার টাকা।
ঠিকানা : বাড়ি-২৩, সড়ক-১, সেক্টর-৯, উত্তরা, ঢাকা। মোবাইল : ০১৭১৭৯৯২২৮৫
নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি
মূল কাজ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। তবে বিয়ের সব আয়োজনের পরিকল্পনা ও তদারকিও করে। সে ক্ষেত্রে বাকি সেবাগুলোর জন্য গ্রাহকদের পরামর্শ মোতাবেক বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়োগ করে। বেশ কিছু প্যাকেজ আছে। খরচ পড়বে ১৪ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত। চাহিদা মোতাবেক প্যাকেজ পরিবর্তন করে নেওয়া যায়। মূল আলোকচিত্রী আবু সুফিয়ান নিলাভকে পেতে খরচ পড়বে ন্যূনতম ২৫ হাজার টাকা। ঠিকানা : বাড়ি-১১৮ (দ্বিতীয় তলা), নিউ ইস্কাটন রোড, ঢাকা। মোবাইল : ০১৭০৭১৩৩৫৫৪
ম্যারেজ মিডিয়া
ছেলে-মেয়ের জন্য বিয়ের পাত্র-পাত্রী খোঁজা এক বিশাল ঝক্কি। এখন অবশ্য অনেকেই নিজেরা পছন্দ করে বিয়ে করেন। কিন্তু সবাই তো আর চলার পথে মনের মানুষের খোঁজ পান না। বর্তমান যুগে ঘটকালি পেশায়ও লেগেছে আধুনিকতার ছোঁয়া। প্রথাগত ঘটকদের পাশাপাশি চালু হয়েছে আধুনিক ম্যারেজ মিডিয়া।
অন্তরা ম্যারেজ মিডিয়া
মূলত অফলাইনে পাত্র-পাত্রী মেলানোর কাজ করে। খরচ একটু বেশি বলে অবস্থাসম্পন্ন পাত্র-পাত্রীদের জন্যই বেশি জুতসই। সেবা গ্রহণের জন্য একটা নির্দিষ্ট মেয়াদের সদস্যপদ গ্রহণ করতে হয়। সেটা তিন মাস, ছয় মাস বা এক বছরের হতে পারে। বিয়ের পরে মূল সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়। সদস্যপদ গ্রহণ ও সার্ভিস চার্জ গ্রাহকের আর্থিক-সামাজিক অবস্থা, তাদের চাহিদা ইত্যাদি অনুযায়ী কমবেশি হয়। দেড় হাজার থেকে ১০ হাজার টাকার চারটি প্যাকেজ আছে। ঠিকানা : ১১/বি, সড়ক-৯৪, গুলশান-২, ঢাকা।
মোবাইল : ০১৮২৭৬২৫০৫৯
তাসলিমা ম্যারেজ মিডিয়া
২০১৪ সাল থেকে ম্যারেজ মিডিয়া হিসেবে অফলাইনে পাত্র-পাত্রী মেলানোর কাজ করছে। সব শ্রেণি-পেশার মানুষকেই সেবা দেওয়ার চেষ্টা করা হয় বলে খরচের পরিমাণেও অনেক তারতম্য হয়। সাধারণত ২০ হাজার থেকে শুরু করে চাহিদা মোতাবেক কয়েক লাখ টাকা পর্যন্ত খরচ পড়ে। অনলাইনেও সেবা চালু করেছে তারা। সেখানে দেড় মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের চারটি প্যাকেজ রয়েছে। খরচ পড়ে আড়াই হাজার থেকে সাড়ে ৯ হাজার টাকা। ঠিকানা : ৮৭ বিএনএস সেন্টার, লেভেল-৯, সড়ক-৫, সেক্টর-৭, উত্তরা, ঢাকা।
মোবাইল : ০১৭৮২০০৬৬১৫
ম্যাট্রিমনি সার্ভিস
অন্যান্য দেশের মতো সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে ডিজিটাল ম্যাট্রিমনি সার্ভিস। এগুলো ব্যবহার করে প্রথাগত কোনো মিডিয়ার সাহায্য না নিয়ে নিজেরাই পাত্র-পাত্রী খুঁজে নেওয়া যায়।
বাটারফ্লাই ম্যাট্রিমনিয়াল
দুটি প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করা হয়। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলে নিজেরাই পাত্র-পাত্রী পছন্দ করা যায়। এই সেবাটি বিনা মূল্যে পাওয়া যাচ্ছে। তবে কেউ যদি পুরো প্রক্রিয়াটি গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করতে চান, সে জন্য ‘ভেনাস’ প্যাকেজে রেজিস্ট্রেশন করতে পারেন। এর মাধ্যমে অনেকটা ম্যারেজ মিডিয়ার মতোই সুযোগ-সুবিধা পাওয়া যাবে। পছন্দ জানিয়ে দিলে সে অনুযায়ী পাত্র-পাত্রী প্রস্তাব করা হবে। এই প্যাকেজের জন্য এখন খরচ পড়বে ৩০ হাজার টাকা [৭০ শতাংশ ডিসকাউন্ট]। তার অর্ধেক পরিশোধ করতে হবে রেজিস্ট্রেশনের সময়। www.butterflymatrimonial.com
মোবাইল : ০১৮২৩৩৪৬৭৭৭
বিবাহবিডি ডটকম
প্রায় ১২ বছর ধরে ম্যাট্রিমনি সেবা প্রদান করছে। সেবা গ্রহণের জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা ইত্যাদি) দিতে হয়। সেসবের ভিত্তিতে এবং পাত্র-পাত্রী ও তার অভিভাবকদের সঙ্গে কথা বলে সব তথ্য যাচাই-বাছাই করা হয়। তারপর প্রফাইল সক্রিয় করা হয়। দেড় মাস থেকে এক বছরের চারটি প্যাকেজ আছে। খরচ পড়বে দুই হাজার ৯৯৫ থেকে ১৩ হাজার ৭৭৫ টাকা পর্যন্ত। আর প্রবাসীদের খরচ পড়বে ৪০ থেকে ১৮০ মার্কিন ডলার।
www.bibahabd.com
মোবাইল : ০১৯২২১১৫৫৫৫
বিডিম্যারেজ ডটকম
চার বছর ধরে ম্যাট্রিমনি সেবা প্রদান করছে। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে লগইন করলে বাকিদের প্রফাইল দেখা যাবে। তার থেকে পছন্দ করে যোগাযোগ করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য কোনো খরচ নেই। তবে পছন্দের প্রফাইলে মেসেজ পাঠাতে বা লাইভ চ্যাটের আবেদন পাঠাতে টাকা লাগে।
সে জন্য এক থেকে চার মাসের আলাদা আলাদা প্যাকেজ রয়েছে। খরচ সাড়ে চার হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত।
www.bdmarriage.com
মোবাইল : ০১৭২৬৩৩৮৩৩৮