<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমিরেটস এয়ারলাইন ছয় মাসে ২৬০ কোটি মার্কিন ডলার (ট্যাক্স পূর্ববর্তী) মুনাফা অর্জন করেছে। ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্ধবছরে ট্যাক্স-পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়ায় ২৪০ কোটি মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এমিরেটস এয়ারলাইন, ডানাটাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ এই তথ্য প্রকাশ করেছে। এ সময় গ্রুপটির ট্যাক্স পূর্ববর্তী মুনাফার পরিমাণ ছিল ২৮০ কোটি মার্কিন ডলার। ২০২৩ সালে কার্যকর হওয়া ইউএইর করপোরেট ইনকাম ট্যাক্স প্রথমবারের মতো এবার এমিরেটস গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। ৯ শতাংশ ট্যাক্স পরিশোধের পর মুনাফা দাঁড়ায় ২৫০ কোটি মার্কিন ডলার। গ্রুপের রাজস্ব আয় এই সময়ে ছিল এক হাজার ৯৩০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমিরেটস গ্রুপের ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের সাফল্য গত বছরের রেকর্ডকেও অতিক্রম করেছে। এর মাধ্যমে আমাদের ব্যবসা মডেলের সক্ষমতা প্রমাণিত হয়েছে, যা দুবাইয়ের ক্রমবর্ধমান উন্নয়নযাত্রার সঙ্গে সমন্বিত। দুবাই সবার বসবাস, কাজ, ভ্রমণ, সংযোগস্থল ও ব্যবসা করার জন্য পছন্দের নগরী হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ভাগে গ্রাহক চাহিদা আরো বাড়বে বলে আশা করছি। এই বর্ধিত চাহিদা পূরণের অংশ হিসেবে এমিরেটস বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হবে এবং ডানাটার নতুন অনেক স্থাপনা চালু হবে, যা রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে।</span></span></span></span></p>