যে গানে ফিরে ফিরে যাই
এমন কিছু গান থাকে, প্রতিটি স্টেজ শোতেই যেগুলো গাইতে হয় সংশ্লিষ্ট কণ্ঠশিল্পীকে। প্রিয় শিল্পীর কণ্ঠে সেই গান শুনে বারবার মুগ্ধ হতে চান দর্শক-শ্রোতা। মঞ্চে সবচেয়ে বেশি গাওয়া গান নিয়ে কথা বলেছেন নাজমুন মুনিরা ন্যানিস, দিলশাদ নাহার কণা ও মাহতিম শাকিব। শুনেছেন হৃদয় সাহা
সম্পর্কিত খবর