<p>ডোবার ধারে ব্যাঙটি দেখি</p> <p>হঠাৎ হলো গণক</p> <p>এখনো কি ঘুম ভঙেনি</p> <p>নড়েনি কি টনক?</p> <p> </p> <p>বিজ্ঞানেরই জয়যাত্রায়</p> <p>হাতের মুঠোয় বিশ্ব</p> <p>অক্টোপাস আর টিয়া মিয়ার</p> <p>হব নাকি শিষ্য?</p> <p> </p> <p>গণক ওরা গণনা করে</p> <p>পাল্টে দিল ভোল</p> <p>অষ্ট পায়ে জড়িয়ে ধরে</p> <p>বিশ্বমায়ের কোল।</p> <p> </p> <p>লম্বা ঠ্যাংয়ে ব্যাঙ বাহাদুর</p> <p>বসল পুকুরপার</p> <p>গণনা করে সেও মাতাবে</p> <p>দেখ বুদ্ধির ধার!</p> <p> </p> <p>জলবিশারদ যদিও আছে</p> <p>জলেই বসতবাড়ি</p> <p>ডাঙার ওপর থাকে ওদের</p> <p>রান্না করার হাঁড়ি।</p> <p> </p>