<p>দেশের সব মাজার, দরগাহ, খানকাসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মাজারে হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।</p> <p>মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহ আলম অভি। আবেদনকারী এই আইনজীবী কালের কণ্ঠকে বলেন, রবিবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।</p> <p>দেশের বিভিন্ন মাজার ও দরগায় হামলা-ভাঙচুরের ধারাবাহিকতায় সিলেটের হজরত শাহপরাণের (রহ.) মাজারে হামলার ঘটনা ঘটে। ওরস চলাকালে ৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।</p> <p>বিভিন্ন গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, একদল লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে আক্রমণ করে এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হামলাকারীদের ঠেকাতে গিয়ে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হয়।</p> <p>স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসনসচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়কে রিটে বিবাদী করা হয়েছে।  </p> <p>মাজার, দরগাহ, খানকাসহ ধর্মীয় স্পআনার সুরক্ষা ও নিরাপত্তায় বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে বিবাদীদের প্রতি রুল চাওয়া হয়েছে রিটে। সেই সঙ্গে মাজার, দরগাহ, খানকাসহ অন্যান্য ধর্মীয় স্থাপনায় হামলা-ভাঙচুর ঠেকাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতেও রিটে রুল চেয়েছেন আবেদনকারী। মাজারে হামলা-ভাঙচুর সংক্রান্ত কালের কণ্ঠে প্রকাশিত খবরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিটে।  </p> <p>আইনজীবী শাহ আলম অভি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। হাইকোর্টে রিট আবেদনের আগে তিনি বিবাদীদের আইনি নোটিশ পাঠান। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দেশব্যাপী পীর-দরবেশ, অলি-আউলিয়া, বুজুর্গদের মাজার-খানকা, দরগাসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করা হয় নোটিশে। দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে বলে জানান এই আইনজীবী।</p>