সামাজিক যোগাযোগমাধ্যমে অধিক ভিউ পেতে এবং অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণের অভিযোগে ঢাকার সাভারের শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বুধবার (৯ এপ্রিল) রাতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান আশুলিয়া থানায় শিশু আইনে মামলাটি দায়ের করেন।
আরো পড়ুন
চাকরিজীবীদের টানা চার দিনের ছুটির সুযোগ
সাভারের বাইপাইল এলাকায় ‘ক্রিম আপা বিউটি পার্লার’ নামে শারমিন শিলার একটি বিউটি পারলার আছে। তিনি ভিডিওতে কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে, তা জানান।
এর বাইরে কী রান্না করছেন, কী খাচ্ছেন—এসব নিয়ে ভিডিও করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাভার উপজেলার আশুলিয়ায় বসবাস করেন শারমিন শিলা ওরফে ক্রিম আপা। পেশায় তিনি একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত।
মেকআপের জন্য কাজ করাসহ বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি। তিনি নিজের ছেলে-মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফরমে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট করেন। গত ৩০ মার্চ বিকেল ৪টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে (আনুমানিক দুই বছর) জোরপূর্বক এক হাত দিয়ে মুখে চাপ দিয়ে হাঁ করিয়ে মেয়ের অসম্মতিতে কেকজাতীয় কিছু খেতে বাধ্য করছেন।
শারমিন শিলা ভাইরাল হওয়ার জন্য এক বছর যাবৎ দুই শিশুসন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এমন আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘শিশু আইনের ৭০ ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন, ও অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। আসামিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
’
তবে শারমিন শিলার দাবি, তিনি তার সন্তানদের কখনোই নির্যাতন করেননি।