<p>আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা ছয়টি আসনে ছাড় পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি আসন দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে (জেপি) ছাড়া হয়েছে একটি আসন। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন।</p> <p>আজ রবিবার শরিকদের ছয়টি আসন ছাড়ার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।</p> <p>এর আগে ১৪ ডিসেম্বর রাতে শরিকদের সাতটি আসন ছাড়া হচ্ছে বলে জানিয়েছিলেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জাসদ এবং ওয়ার্কার্স পার্টিকে তিনটি করে এবং জেপিকে একটি আসন দেওয়ার কথা ছিল আওয়ামী লীগের। তবে এতে সন্তুষ্ট নয় বলে সেদিন কালের কণ্ঠকে জানিয়েছিলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।</p> <p>সেই হিসাবে কমেছে শরিকদের আসন। ওয়ার্কার্স পাটির একটি আসন কমানো হয়েছে।</p> <p>আওয়ামী লীগের সূত্র অনুযায়ী, জাসদকে দেওয়া হয়েছে কুষ্টিয়া-২, বগুড়া-৪ এবং লক্ষ্মীপুর-৪ আসন। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপিত হাসানুল হক ইনু নির্বাচন করবেন। এ ছাড়া বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে মোশারফ হোসেন নির্বাচন করবেন।</p> <p>এ ছাড়া ওয়ার্কার্স পার্টি বরিশাল-২ আসনে দলটির সভাপতি রাশেদ খান মেনন এবং রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা নির্বাচন করবেন।  </p> <p>পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন জাতীয় পার্টির (জেপি) চেয়ে আনোয়ার হোসেন মঞ্জু।</p>