নওগাঁ শহরের দয়ালের মোড়ে রাস্তার পাশে পার্কিংয়ে থাকা অবস্থায় একটি বেসরকারি অ্যাম্বুল্যান্সের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফরণের ফলে অ্যাম্বুল্যান্সটি সম্পূর্ণরূপে পুড়ে এবং টুকরো টুকরো হয়ে গেছে। শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি।
অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ
নওগাঁ প্রতিনিধি

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দের পর আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে অ্যাম্বুল্যান্সটি পুড়ে যায়। ভোরের দিকে ঘটনাটি ঘটার কারণে ওই স্থানে লোকসমাগম ছিল না।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এ কে এম মোরশেদ জানান, অ্যাম্বুল্যান্সের দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পাশে থাকা বিদ্যুতের খুঁটির তার পুড়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ভোর ৫টা ২০ মিনিটের দিকে অ্যাম্বুল্যান্সটি বিস্ফোরণে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
সম্পর্কিত খবর

প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ, উধাও প্রেমিক
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে বিপাকে পড়েছেন এক গৃহবধু। প্রেমিকের দেওয়া বিয়ের আশ্বাস পেয়ে ঘর ছাড়েন ওই গৃহবধু। তবে প্রেমিকের বাড়িতে আশ্রয় নেওয়ার পর থেকে উধাও প্রেমিক নাজমুল হোসেন।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মধ্যপাড়ায়।
রোববার (৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকালে বিয়ের আশ্বাস পেয়ে নাজমুলের বাড়িতে আসেন গৃহবধূ।
ভুক্তভোগী গৃহবধূ জানান, মোবাইলে রঙ নম্বরের সূত্র ধরে নাজমুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই গৃহবধূকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে এনে শারীরিক সম্পর্কে জড়ান নাজমুল। বিভিন্ন সময় টাকা পয়সাও হাতিয়ে নিয়েছেন নাজমুল। কথা ছিল এবারের ঈদুল ফিতরের পরে নাজমুল তাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসবেন।
গত ৩ এপ্রিল ভুক্তভোগীকে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে নিয়ে আসেন নাজমুল।
ভুক্তভোগী গৃহবধূ আরো অভিযোগ করেন, নাজমুলের বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সুষ্ঠু প্রতিকার পেতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন।
নাজমুলের স্ত্রী বলেন, ‘ওই মেয়েকে আমরা চিনি না। সে সকালে এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে এবং নাজমুলের খোঁজ চায়। দরজা খোলার সাথে সাথেই সে জোরপূর্বক বাড়িতে ঢুকতে চাইলে আমরা বাধা দিই। এ সময় তার সাথে ধাক্কাধাক্কি হয়েছে। তবে তাকে মারধর বা শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি।’
ঝালুকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজেনা বিবি জানান, ঘটনাটি শুনেছি। সেখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরিষদে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো খবর পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাঙ্গুনিয়ায় ৪ ঘণ্টায় পুড়ল ৮ একর বনভূমি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রক্ষিত বনাঞ্চলের প্রায় আট একর বনভূমি পুড়েছে গেছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আগুন লাগার পর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বন বিভাগ সূত্র জানায়, রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টার দিকে যখন আগুন লেগেছিল তখন বিটের কর্মীরা অন্য বাগানে কাজ করছিলেন।

এবার ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে যোগ দিলেন চুয়েট শিক্ষার্থীরা
তারা আরো জানায়, প্রায়ই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবারের আগুনে বেশ ক্ষতি হয়েছে।
কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহাবুবুর রহমান জানান, শুষ্ক মৌসুম হওয়ায় গত রমজান থেকে একাধিকবার ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব আগুন লাগার পেছনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের যোগসাজশ থাকতে পারে। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে।

শূন্য করের রিটার্ন কমাতে হবে : অর্থ উপদেষ্টা
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, কোদালা বনবিট এলাকায় গত রমজানে বনকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৪টি সেগুনগাছ লুটের ঘটনা ঘটে।

হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
রামু (কক্সবাজার) প্রতিনিধি

হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে।’
রবিবার (৬ মার্চ) দুপুরে রামু উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংক্ষিপ্ত সফরে ধর্ম উপদেষ্টা রামুতে মডেল মসজিদের কাজের অগ্রগতির খোঁজখবর নেন।
এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইসলামী ফাউন্ডেশনের কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা আক্তার, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

কলমাকান্দায় বিএনপির সভাপতির পদ স্থগিতসহ অব্যাহতি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওলাদুল ইসলাম লিটনের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়জনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আওলাদুল ইসলাম লিটনের দলীয় পদ, অর্থাৎ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।
রবিবার (৬ এপ্রিল) কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়েরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে এম এ খায়েরে সাথে কথা হলে তিনি জানান, আওলাদুল ইসলাম লিটনের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অনেক অভিযোগ জমা পড়ছে।
তাই বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত ঘোষণা এবং আওলাদুল ইসলাম লিটনকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ (রবিবার) হতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানান এম এ খায়ের।