ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ দখলবাজদের কাছ থেকে ৩০ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জমি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের কামালপুর মৌজার ১৮৭৫ দাগে ৩০ শতক সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছিল স্থানীয় একটি মহল।