ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ফরিদপুরে ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বসুন্ধরা গ্রুপের

নিজস্ব প্রতি‌বেদক, ফ‌রিদপুর
নিজস্ব প্রতি‌বেদক, ফ‌রিদপুর
শেয়ার
ফরিদপুরে ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বসুন্ধরা গ্রুপের

ফরিদপুরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে ১০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলীর চেয়ারম্যান বাড়িতে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট জামাল হোসেন মিয়া। 

কম্বল বিতরণকালে বসুন্ধরা গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. রাজিব সামাদ ও জিএম সাপ্লাই চেইন মো. ইউনুস খান এবং তালমা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

কম্বল নিতে আসা আসিরুন নামে একজন জানান, 'এই কম্বল খ্যান পেয়ে খুব উপকার হইল বাবা।

কয়দিন ধরে হাত-পা শীতে অবশ হয়ে আসতেছিল। এখন এই কম্বল খান পেয়ে শান্তিতে ঘুমাতে পারবো। যারা আমাকে কম্বল দিছে আল্লাহ তাদের যুগ যুগ ধরে বাঁচায় রাখুক।'

কবির নামে একজন জানান, 'এবারের শীতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল।

বসুন্ধরা গ্রুপের এই কম্বল খান পেয়ে আমাদের খুব উপকার হলো। আমরা দোয়া করি বসুন্ধরা গ্রুপ এরকমভাবে সব সময় মানুষের পাশে এসে দাঁড়ায়।'

অ‌্যাড‌ভো‌কেট জামাল হোসেন মিয়া জানান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুরের ১০ হাজার মানু‌ষের মা‌ঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রয়োজন হলে আরও কম্বল দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপ করোনাকালে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এখন শীতার্তদের মাঝে কম্বল দিচ্ছে সারাদেশব্যাপী। এতে দরিদ্র মানুষ উপকৃত হচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অধ্যক্ষ পদে সকালে যোগদান, বিকেলে অবসর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
অধ্যক্ষ পদে সকালে যোগদান, বিকেলে অবসর
সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে অধ্যক্ষ পদে যোগদান করেন অধ্যাপক মো. বাহারুল ইসলাম। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। পরে আজ দুপুরেই ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।

জানা যায়, প্রায় সাত বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছিল কলেজটি।

গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় আনন্দমোহন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে অধ্যক্ষ পদে পদায়নের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আজ সকালে তিনি অধ্যক্ষ পদে যোগদান করেন। আজই ছিল তার কর্মজীবনের শেষ দিন। এ উপলক্ষে অধ্যক্ষের কার্যালয়ে কলেজের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারোল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এর আগে তাকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরো পড়ুন
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির

 

অধ্যক্ষ মো. বাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমার দীর্ঘ ৩১ বছর ৫ মাসের চাকরি জীবনে আজ এক বিরল ঘটনা। অধ্যক্ষ পদে এই কলেজে যোগদান নিশ্চয়ই সম্মানের।

তবে আমার কর্মজীবনের শেষ দিন হওয়ায় খানিকটা দুঃখবোধও হচ্ছে। 

তিনি আরও বলেন, বাবার অসুস্থতার জন্য শিক্ষকতা জীবনে আমি মাত্র একদিন ক্লাস করাতে পারিনি। এটি আমাকে এখনো পীড়া দেয়। আপনারা নিয়মিত উপস্থিত ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করবেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

আরো পড়ুন
‘ক্ষমা চাইলে হবে না, প্রথম আলোর লাইসেন্স বাতিল করতে হবে’

‘ক্ষমা চাইলে হবে না, প্রথম আলোর লাইসেন্স বাতিল করতে হবে’

 

পূর্বধলা ডিগ্রী কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারিকরণ হয়। ২০১৮ সালের ১০ আগস্ট থেকেই উপাধ্যক্ষ মো. আনোয়ারোল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। নতুন অধ্যক্ষ পদায়ন হওয়া কলেজটির শিক্ষার মানোন্নয়ন হবে এমনটাই প্রত্যাশা করেছিলে এলাকাবাসী। অনেককেই নতুন অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

প্রতিপক্ষের হামলায় আহত বিএনপিকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
প্রতিপক্ষের হামলায় আহত বিএনপিকর্মীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় আহত এক বিএনপিকর্মী মারা গেছেন। নিহতের নাম মকবুল হোসেন (৩৮)। তিনি উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম গ্রামের বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার বিকেলে ওই এলাকায় বিয়ের দাবিতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। নিহতের স্বজনরা জানায়, হামলার সময় মকবুলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

মকবুলের মৃত্যুর পর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন যৌথ স্বাক্ষরে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, এই হামলায় কারা জড়িত তা দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দেখা হবে। দলের কেউ এই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকলে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে খেলনার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে খেলনার গুদামে আগুন
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে খেলনার গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রহমান ওই বাজারের ম্যানশনের তৃতীয় তলায় আগুন লাগে। রাত সাড়ে ৯টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রিয়াজউদ্দিন বাজারের তামাকুণ্ডি লেইনের আল রহমান ফুড নামের খাবারের দোকানের সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ ওসমান কালের কণ্ঠকে বলেন, ‘চারতলার মার্কেটের তৃতীয় তলায় রয়েছে খেলনার গুদাম। সেখানে আগুন লেগেছে। আমরা প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন করি। তারা এসে প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

কিন্তু রিয়াজউদ্দিন বাজারে ছোট গলি আর অতিরিক্ত দোকানের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে পারছেন না। এ ছাড়া আশপাশে পানির কোনো উৎস নেই। এতে আগুন নেভাতে আরো বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।’

নগরীর নন্দনকানন স্টেশনের ফায়ার কর্মী আজহার উদ্দিন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে এক ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

এখানে আশপাশে দোকান ও গলি ছোট হওয়ায় প্রথমে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। এখন আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। এখনো কোনো হতাহতের খবর পাইনি। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হবে।

মন্তব্য

ভারত থেকে ৩২৫৭ মেট্রিক টন চাল আমদানি

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
ভারত থেকে ৩২৫৭ মেট্রিক টন চাল আমদানি
সংগৃহীত ছবি

ভারত থেকে চাল আমদানির শেষ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩২৫৭ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধি না করা হলে এর প্রভাব পড়বে দেশের বাজারে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারত থেকে চাল আমদানির শেষ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৮০টি পণ্যবাহী ট্রাকে ৩২৫৭ মেট্রিক টন ৭৫০ কেজি চাল আমদানি হয়েছে।

 

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মো. মোস্তাক হোসেন জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আজ ১৫ এপ্রিল ভারত থেকে চাল আমদানির শেষ দিন ছিল। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধি না করা হলে দেশের বাজারে প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। সরকারের রাজস্ব ঘাটতির পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে বলেও জানান মোস্তাক। 

তিনি আরো জানান, বন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানির এলসি ও ওপারে স্লট বুকিং দিয়েছে।

আজ শেষ দিনে সব গাড়ি যদি প্রবেশ করতে না পারে এবং ভারতের ওপারে পাইপ লাইনে গাড়ি আটকা থাকলে ব্যবসায়ীরা আরো ক্ষতিগ্রস্ত হবেন। 

হিলি বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক জানান, ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধির জন্য ইতিমধ্যে ব্যবসায়ীরা আবেদন করলেও আজ সন্ধ্যা পর্যন্ত সময় বৃদ্ধির কোনো চিঠি পাওয়া যায়নি। ভারত থেকে চাল আমদানি বন্ধ হলে সরকারের রাজস্ব ঘাটতির পাশাপাশি দেশের বাজারে এর প্রভাব পড়বে। 

তিনি বলেন, ‘আজ ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৮০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে ৩২৫৭ মেট্রিক টন ৭৫০ কেজি চাল আমদানি করা হয়েছে।

আমার জানা মতে, ব্যবসায়ীরা তাদের এলসিকৃত চাল ভারত থেকে আমদানি শেষ করেছেন। ভারতের ওপারে পাইপলাইনে কোনো গাড়ি আছে বলে আমার জানা নেই।’

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, ‘ভারত থেকে চাল আমদানির আজ শেষ দিন ছিল। সন্ধ্যা পর্যন্ত চাল আমদানির সময় বৃদ্ধির কোনো চিঠি আমরা পাইনি। তবে সময় বৃদ্ধি করা হবে বলে মনে হচ্ছে না।

’ 

তিনি জানান, আজ ১৫ এপ্রিল বেনাপোল, ভোমরা, বুড়িমারীসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ