<p>শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের মহারশী নদীর ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ব্রিজপাড় মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৮) ও নুরুল ইসলামের ছেলে মহিবুল্যাহ (৮)। নিহতরা খালাতো ভাইবোন ও মাদরাসার শিক্ষার্থী ছিল।</p> <p>নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় ওই দুই শিক্ষার্থী সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়। পরে তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে মহারশী নদীর পানিতে তাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের লাশ উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p>ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'</p>