<p style="text-align: justify;">সরকারের ঘোষণা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ের মহাসড়ক অবরোধ করে রাখেন মাহমুদা এ্যাটায়ার্স পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।</p> <p style="text-align: justify;">আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।</p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এবিএম রাশেদুল বারী, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ, কারখানার সিও শেখ ইসলাম কিছু শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের সঙ্গে মিমাংসা হয়নি বলে জানান শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এবিএম রাশেদুল বারী। কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক রয়েছেন।</p> <p style="text-align: justify;">শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদানের পর সরকারি গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানানোর পরই সকাল ১০টায় কারখানা কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করেই ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকরা কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন। দুপুর সোয়া দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছে।</p>