<p>ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় অজ্ঞাত এক যুবক (১৮) নিহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল লেমন রঙের গেঞ্জি এবং কালো প্যান্ট। </p> <p>ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই যুবকের মাথা থেতলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। </p> <p>ভাঙ্গা হাইওয়ে থানায় তার লাশ রাখা হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তার প্যান্টের পকেটে একটি চাবির রিং পাওয়া গেছে।</p>