<p>কুমিল্লায় শ্বশুর ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নুরুল হাসান প্রভাত (২৬) নামের এক যুবক। এ সময় স্ত্রীকে দ্রুত ফিরিয়ে না দিলে শ্বশুরবাড়িতে গিয়ে প্রকাশ্যে আত্মহত্যার হুমকি দেন তিনি। </p> <p>শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর একটি হলরুমে সংবাদ সম্মেলনে এ দাবি করেন নুরুল হাসান। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের নুরুল আমিনের ছেলে। </p> <p>সংবাদ সম্মেলনে নুরুল হাসান বলেন, ‘নিজ এলাকার এনামুল হক ভুঁইয়া দুলালের মেয়ে তানজিন সুলতানা নীলার (২১) সঙ্গে আমার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ এপ্রিল আমরা বিয়ে করি। এরই মধ্যে নীলা দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু তার পরিবার আমাদের বিয়ে মেনে নেয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নিলার বাবা-ভাইসহ সশস্ত্র একটি দল আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমার অসুস্থ বাবা, মাসহ পরিবারের লোকজনকে মারধর করে। পরে তারা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে নীলাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট কুমিল্লার আদালতে শ্বশুরবাড়ির চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো পাঁচজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেছি। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে মামলার ৩ নম্বর আসামি স্থানীয় সাবেক ইউপি সদস্য সজিবকে যৌথ বাহিনী বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করে। কিন্তু আমার স্ত্রীর কোনো খোঁজ পাচ্ছি না।’</p> <p>নুরুল হাসান আরো বলেন, ‘আমার বিবাহিত স্ত্রীকে এখনো উদ্ধার করা হয়নি। আসামিদের নির্যাতনে সে বেঁচে আছে কি না, তা-ও জানা যায়নি। এ ছাড়া আসামিরা আমার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে যাচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে আমার স্ত্রীকে উদ্ধার করে আমার কাছে ফেরত না দেওয়া হয়, তাহলে শ্বশুরবাড়ি গিয়ে জনসমক্ষে আমি আত্মহত্যা করব।’</p> <p>তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নীলার ভাই জহিরুল হক শাকিল। তিনি বলেন, ‘নুরুল হাসান একজন মাদক ব্যবসায়ী। বিভিন্ন স্থানে অনেক অপকর্ম করেছে সে। এমন একটা লোক আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছে। আমার বোন কোথায় আমরা জানি না, সে হয়তো আমার বোনকে কোথাও লুকিয়ে রেখেছে। তার এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।’ </p> <p>মামলার তদন্তকারী কর্মকর্তা, পিবিআই কুমিল্লার পরিদর্শক আবু বকর বলেন, ‘ভিকটিম নীলাকে উদ্ধার করে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। আমরা তাকে উদ্ধার করে আদালতে হাজির করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’</p>