<p>রংপুর অঞ্চলে গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে সবজি খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে বেড়েছে দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি শাক-সবজির প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ দাম বেড়েছে। </p> <p>আজ সোমবার (১৪ অক্টোবর) পীরগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাঁচা মরিচ ৫০০ থেকে ৫২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়াও কোনো কোনো সবজির ক্ষেত্রে দাম বেড়েছে দ্বিগুণ। ফলে খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছে। এদিকে টানা বর্ষণের সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিত্যপণ্যের দাম বাড়িয়ে বিক্রির অভিযোগ উঠেছে।</p> <p>গত সপ্তাহে রংপুরের পীরগাছার বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে। সেই কাঁচা মরিচের দাম একলাফে বেড়ে প্রতি কেজি ৫০০ থেকে  ৫২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য সবজি দামও বেড়েছে। বাজার থেকে বেশি দামে নিত্যপণ্য ক্রয়ের কারণে হাঁপিয়ে উঠছেন স্বল্প আয়ের মানুষ। বাজারে মরিচের দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতা সাধারণের তর্ক-বিতর্ক করতেও দেখা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরিদপুরে পূজা-রত্নার পর এবার মদপানে স্কুলছাত্রীর মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728902115-5578fd9a3f2e9272c6a41f0e3a254f6e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরিদপুরে পূজা-রত্নার পর এবার মদপানে স্কুলছাত্রীর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/14/1435040" target="_blank"> </a></div> </div> <p>খোঁজ নিয়ে জানা যায়, খরিপ-১ মৌসুমের কাঁচা মরিচ আবাদ করা খুবই ঝুঁকিপূর্ণ। সাধারণত এ সময়টা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ে। ফলে মরিচের চারা নষ্ট হয়। এক সপ্তাহ আগেও কৃষকরা ক্ষেত থেকে পর্যাপ্ত পরিমাণ মরিচ সংগ্রহ করেন। ফলে স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়। বর্তমানে টানা বর্ষণের ফলে মরিচের উৎপাদন কমে যাওয়া ও জেলার বাইরে কাঁচা মরিচের চাহিদা বেশি থাকায় স্থানীয় বাজারগুলোতে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে।</p> <p>ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ থাকায় অস্বাভাবিক হারে দাম বেড়েছে।</p>