<p>নরসিংদীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদদের খুনের ওপর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত। অন্তর্বর্তীকালীন সরকারের যদি ধীরগতি থাকে, তবে দ্বিতীয় স্বাধীনতার চেতনা ব্যাহত হবে।</p> <p>আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729141278-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436051" target="_blank"> </a></div> </div> <p>এ সময় প্রধান অতিথি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ জুনায়েদ হাসান, রাহাত, হাসান ও  রুস্তমের পরিবারকে আর্থিক সহায়তা করেন। এ ছাড়া ছাত্রলীগের হামলায় নিহত মরজাল ইউনিয়ন ছাত্রদলকর্মী জুনায়েদ আল হাবিবের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক অনুদান প্রদান করেন রিজভী। এরপর বিকেলে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় আন্দোলনে নিহত স্কুলছাত্র তাহমিদ ভূইয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির এই নেতা।  </p> <p>আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী, আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব মো. মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।</p>