<p style="text-align:justify">সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তারের খবরে তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে মাদরাসা ছাত্ররা আনন্দ মিছিল বের করেন। তারা মিষ্টিও বিতরণ করেন।</p> <p style="text-align:justify">অন্যদিকে, শুক্রবার (১ নভেম্বর) মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় বেশ কয়েকজন বক্তব্য দেন।</p> <p style="text-align:justify">বক্তারা বলেন, মোকতাদির চৌধুরী তার সময়ে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করেছেন। জামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলা করা হয়েছিল। নির্বিচারে মাদরাসা ছাত্রদেরকে হত্যা করেছেন তিনি। বিক্ষোভকারীরা মোকতাদির চৌধুরীর ফাঁসি দাবি করেন।</p> <p style="text-align:justify">এদিকে, মোকতাদিরের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোকতাদির চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।</p>