<p>খুলনার দাকোপ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলিসহ আসাবুর বাহিনী প্রধান আসাবুরসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) সুন্দরবনের ঠাকুরবাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।</p> <p>কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, মঙ্গলবার দুপুরে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) আটক করা হয়। </p> <p>তিনি বলেন, তাদের কাছ থেকে দুইটি একনালা বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটকদের খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। </p> <p>আটক জলদস্যুরা খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি অস্ত্র মামলা ও দুইটি ডাকাতির মামলা রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।</p>