<p>কক্সবাজারের কাছের উপজেলা রামুর কচ্ছপিয়া ইউনিয়নে ইয়াবাকারবারির মারধরে আরেক কারবারির মৃত্যু হয়েছে। ইয়াবা ব্যবসার পাওনা টাকা আদায় করতে গিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।</p> <p>কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকায় শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। </p> <p>নিহত ইয়াবাকারবারি হলেন- ওই এলাকার এমদাদ মিয়ার ছেলে শাহাবুদ্দিন (২২)। </p> <p>রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি দে বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>থানা সূত্র জানিয়েছে, শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে পূর্ব তিতারপাড়ার শাহাবুদ্দিনের কাছ থেকে ইয়াবা ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্য মোটরসাইকেলে দুজন অজ্ঞাত লোক এসে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা টাকার জন্য শাহাবুদ্দিনকে মারধর করে। তার বাবা এমদাদ মিয়া ওরফে টুকু মারধরকারী আনসার উল্লাহ ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। বাবার অনুরোধেও ছেলে শাহাবুদ্দিনকে ছেড়ে না দেওয়ায় বাবা এমদাদ মিয়া শনিবার দিনগত রাত ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান।</p> <p>সূত্র মতে, জাতীয় জরুরি সেবার ফোন পেয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির রাত্রিকালীন মোবাইল অফিসার এএসআই রুবেল অপহরণের শিকার মো. শাহাবুদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।</p> <p>পরে উদ্ধার হওয়া শাহাবুদ্দিনকে তার বাবাসহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। </p> <p>ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। </p>