<p>ঝিনাইদহে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। সেসময় জমির মালিকরা বাধা দিতে গেলে তাদের হামলায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় জমির মালিক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।</p> <p>শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>আহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার ধনেশ্রবগাতী গ্রামের মৃত সায়েদুজ্জামানের ছেলে নুরুল আমিন। সদর উপজেলার পাথরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মিরাজ খান। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।</p> <p>অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৪ সালে উদয়পুর গ্রামে ৬ শতক জমি কেনেন অহিদুল ইসলাম ও তার স্ত্রী শিরিনা বানু। তারপর থেকে জমিটি ভোগদখল করে আসছেন তারা। গত শুক্রবার ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ওই দম্পতি। তখন তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ আলম। সেসময় তারা টাকা দিতে অস্বীকার করেন। পরে শনিবার সন্ধ্যায় মাসুদের অনুসারী আলফা ও মহিদুলের নেতৃত্বে সংঘবদ্ধ একদল এসে ওই জমির নির্মাণ সামগ্রী ভেঙে দেয়। পরে জমি মালিক ও তার স্বজনরা বাধা দিতে গেলে তাদের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।</p> <p>এ অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।</p> <p>সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মতিন কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p>