<p style="text-align:justify">নেত্রকোনার মদন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ান ইফতেখারের বিরুদ্ধে ঝাঁডু মিছিল হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মিছিল করা হয়।</p> <p style="text-align:justify">মিছিল শেষে ভারপ্রাপ্ত ইউএনও রেজোয়ান ইফতেখারকে অপসারণ দাবি করেন। পরে একই দাবিতে মদন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। মিছিল ও সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর বাইরে কয়েকজন ছাত্র ও স্থানীয় জনগণও অংশ নেন। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন।</p> <p style="text-align:justify">ভারপ্রাপ্ত ইউএনও বলছেন, পৌরসভায় ৬টি স্থানে ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর ১৬টি আবেদন জমা পড়ে। গতকাল বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির নেতাকর্মীরা এসে তাদের কথামতো অনৈতিকভাবে ৩টি ডিলার নিয়োগ দিতে বলেন। তবে এতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে মিছিল হয়েছে।</p> <p style="text-align:justify">জানা গেছে, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া বদলী হওয়ায় দুই মাস ধরে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেখার।</p> <p style="text-align:justify">বিএনপি নেতাকর্মী ও ছাত্রদের অভিযোগ, ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পাওয়ার থেকেই রেজোয়ান ইফতেখার নানা অনিয়মে জড়িয়ে পড়েন। যদিও তিনি কী ধরনের অনিয়ম করেছেন সেটি সুনির্দিষ্ট করে বলা হয়নি। ভারপ্রাপ্ত ইউএনও বিএনপির কর্মসূচি ও সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিরোধিতা করছেন বলেও অভিযোগ করেন তারা।</p> <p style="text-align:justify">বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগ ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য রবিবার বিকালে তার কার্যালয়ে যান উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এ সময় রেজোয়ান ইফতেখার নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন।</p> <p style="text-align:justify">এসব ঘটনাকে কেন্দ্র করে সোমবার কয়েক শ বিক্ষুব্ধ মানুষ উপজেলা সদরে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন। পরে বিএনপি নেতাকর্মীসহ অন্যরা ভারপ্রাপ্ত ইউএনও’র অনিয়ম নিয়ে মদন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামন চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘ভারপ্রাপ্ত ইউএনও বর্তমান সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে নানা পাঁয়তারা করছেন। আমাদের দলীয় প্রোগ্রাম বাস্তবায়ন কর্মসূচি নিয়ে তিনি ভিন্নমত দেন। দলীয় নেতাকর্মীদের সাথে অসদাচরণ ও তার নানা অনিয়মে অতিষ্ঠ হয়ে জনতা সোমবার তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।’</p>