<p>ঘন কুয়াশার কারণে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পৌনে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।</p> <p>বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে পৌনে চার ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। কুয়াশার সময় মাঝনদীতে কোনো ফেরি আটকা পড়েনি। তবে এ সময় দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকসহ শতাধিক বিভিন্ন গাড়ি সিরিয়ালে ছিল।’</p> <p>দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বর্তমান ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।</p>