<p>ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত মাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।</p> <p>এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর ও ধানের গোলায় আগুন দেওয়া হয়। সংঘর্ষে আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।</p> <p>পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামের একটি কম্পানির বিস্কুটের গুঁড়াসহ পরিত্যক্ত মাল বিক্রি করার কথা। এসব মাল কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুণ ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বিবাদে জড়িয়ে পড়েন। কিছু সময় পর উভয় পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।</p> <p>সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, বিএনপির দুই নেতার পক্ষ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।</p>