<p>সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের পুলিশের এসআই সাইফুল ইসলাম রুবেল বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রিল কেটে সাইফুলের ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।</p> <p>আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুলের বড় ভাই শিক্ষক আবু রাসেল মাহমুদ। এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দামুড়হুদায় শীতের সবজিতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735885597-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দামুড়হুদায় শীতের সবজিতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/03/1464420" target="_blank"> </a></div> </div> <p>সাইফুলের ভাই শিক্ষক আবু রাসেল মাহমুদ বলেন, ‘আমরা দুই ভাই একই বাড়িতে থাকতাম। সম্প্রতি ডিউটি পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয় আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। ভাইয়ের মৃত্যুর পর থেকে বাড়িতে শোক চলছে। এরই মধ্যে আমার মা শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে ঘুম থেকে ওঠে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কাটা। ধারণা করা হচ্ছে, গ্রিল কেটে চোর ঢুকেছিল ঘরে। চোরেরা ঘরে প্রবেশ করে আলমিরাতে থাকা ৫০ হাজার নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’</p> <p>সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735885051-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/03/1464419" target="_blank"> </a></div> </div> <p>গত বছরের ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন পুলিশের এসআই সাইফুল ইসলাম (৩৭)। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।</p>