<p style="text-align:justify">চট্টগ্রামের লোহাগাড়ায় সৌদি রিয়াল বিক্রির কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর লোহাগাড়া থানা পুলিশ চার প্রতারককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আসামিদের আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি থেকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ তৌহিদুর রহমান (৪২) বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="২১ আগস্ট গ্রেনেড হামলা : হতাহত ও বিচারে অনিশ্চয়তার দায় কার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735791970-bde892e62f9d8c1dac0ee68134006572.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">২১ আগস্ট গ্রেনেড হামলা : হতাহত ও বিচারে অনিশ্চয়তার দায় কার</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/02/1464031" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">গ্রেপ্তাররা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সদরদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সরওয়ার ফকির (৫৪)।  ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সোহেল বেগ (৩০)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সদরদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল শেখ (৩৪)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সদরদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শওকত খান (৬০)। </p> <p style="text-align:justify">বাদী সৈয়দ তৌহিদুর রহমান (৪২) জানান, তার পিতা একজন দলিল লেখক এবং তিনি একজন বয়ঃবৃদ্ধ লোক। আসামি মো. সরওয়ার ফকির আমার বাবার সঙ্গে দেখা করেন কিছু জায়গা ক্রয়ের কথা বলে। কথায় কথায় আমার বাবা আসামিকে জানান, উনি কিছুদিনের মধ্যে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="নতুন বছরেও দ্যুতি ছড়াবেন যারা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735792194-ffd2ec0f1873d24b51b1f3aa4111150b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">নতুন বছরেও দ্যুতি ছড়াবেন যারা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/02/1464032" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">তখন আসামি জানায়, তার কাছে পাঁচ লাখ টাকার সৌদি রিয়াল আছে, যা সে বিক্রি করবে, তখন আমার বাবা আমার সঙ্গে আসামিকে কথা বলতে বলেন। কারণ তিনি সৌদি রিয়াল চেনেন না। আসামি আমার সঙ্গে মোবাইলে কথা বলে টাকা নিয়ে লোহাগাড়ার বটতলী স্টেশনের পুরনো মা ও শিশু হাসপাতালের সামনে আসতে বলেন। আমি একটি লাল শপিং ব্যাগে পাঁচ লাখ টাকা নিয়ে গত ৩০-১২-২৪ তারিখ বিকেল ৪টার দিকে মা ও শিশু হাসপাতালের সামনে দাঁড়ালে আসামি মো. সরওয়ার ফকির ও সোহেল বেগ আমার সঙ্গে দেখা করে।  </p> <p style="text-align:justify">আসামিরা আমার পাশাপাশি এসে কৌশল বিনিময় করলে তাদের দেওয়া কোনো হেলুসিনেটিক ড্রাগের প্রভাবে আমি তাদের কথামতো চলতে থাকি। তারা আমার হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে আমাকে জানায়, আপনি একটু অপেক্ষা করুন আমরা সৌদি রিয়াল নিয়ে আসি। এরপর তারা লাপাত্তা হয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল নাম্বারে বারবার কল করার চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পাই। তখন বুঝতে পারি প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="এবার ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবারট্রাকে বিস্ফোরণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735790739-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">এবার ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবারট্রাকে বিস্ফোরণ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/02/1464028" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">পরবর্তী সময়ে লোহাগাড়া থানা পুলিশের কাছে অভিযোগ জানালে, পুলিশ হাসপাতালের সিসি ক্যামরা চেক করে ওই দিনের প্রতারক চক্রের ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও দেখে এলাকাবাসী জানান, প্রতারক চক্রের সদস্যরা লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসিতে একটি বাসায় ভাড়া থাকে। তখন গ্রামবাসী এবং পুলিশের যৌথ অভিযানে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৪,৪২,০০০ (চার লাখ বিয়াল্লিশ হাজার)  টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="নতুন বইয়ে তিন নেতার সঙ্গে শেখ মুজিব, স্বাধীনতার ঘোষক জিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735790563-0e3edb44563d5bd4fedbe8c27fe30ee3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">নতুন বইয়ে তিন নেতার সঙ্গে শেখ মুজিব, স্বাধীনতার ঘোষক জিয়া</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/02/1464026" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ভিডিও ফুটেজ এবং গ্রামবাসীর সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।</p>