<p>রাজশাহীর পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর ছিদ্দিক (৫৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে ঝলমলিয়া বাজার এলাকায় তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা বাক্কারকে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপি কর্মী মজির হত্যা মামলাও রয়েছে।</p> <p>পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, গ্রেপ্তাকৃত আসামি নাশকতা ও একটি হত্যা মামলার আসামি। তাই তাকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।</p>