<p>রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলিতে নিয়ে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় নুর ইসলাম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ চেংডোবা এলাকায়। নিহত নুর ইসলামের বাড়ি একই গ্রামে।</p> <p>স্থানীয়রা জানান, আজ সোমবার সকাল ৭ টার সময় নুর ইসলাম তার বাড়িতে নতুন টিউবয়েল বসার জন্য রাস্তার ধারে রাখা বালু নিতে আসেন। এ সময় স্থানীয় ট্রলি ব্যবসায়ী ইয়াসীনের ছেলে জামাল মিয়া ট্রলিতে করে অবৈধভাবে তিস্তা নদীর বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। সেসময় বালু ভর্তি ট্রলিটি পেছন থেকে থাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত নুর ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দ. কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইওলের বেতন বেড়েছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736760534-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দ. কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইওলের বেতন বেড়েছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/13/1468216" target="_blank"> </a></div> </div> <p>সরেজমিনে মৃত নুর ইসলামের বাড়িতে গেলে দেখা যায়- তার বড় মেয়ে মাটিতে লুটিয়ে কান্নায় বিলাপ করে বলেছেন, ‘আজ থাকি হামারগুলার কায় খোঁজ-খবর নিবে। আজ ক্যা থাকি হামরাগুলা কাক আব্বা কয়া ডাকামো।’</p> <p>মৃত্য নুর ইসলামের স্ত্রী বলেন, ‘মোর স্বামী (আমার স্বামী) কিভাবে মারা গেইছে। এ নিয়ে মোর কোনো অভিযোগ নাই। মুই হাত জোর করি অনুরোধ করং পুলিশ যাতে মোর বয়স্ক স্বামীটাক নিয়া যেয়া কাটা ছেড়া না করে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবি মানার লিখিত দিলে অনশন ভাঙবে জবি শিক্ষার্থীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736760483-15e281edfd013464da7a2f15f8142229.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবি মানার লিখিত দিলে অনশন ভাঙবে জবি শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/13/1468214" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ‘তিস্তা নদীর চেংডোবা এলাকা অবৈধভাবে স্থানীয় ট্রলি ব্যবসায়ীসহ বাইরে থেকে আসা প্রায় ৬ থেকে ৮ টি ট্রলি প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত তারা অবাধে বালু উত্তোলন করে। তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেন না। এসব ট্রলি যদি বন্ধ করা না যায় তাহলে এলাকার মানুষজন এরকম আরো ক্ষতির সম্মুখীন হবে।</p> <p>গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীকে হত্যার পর নিজে পেটে ছুরি চালান স্বামী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736760480-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীকে হত্যার পর নিজে পেটে ছুরি চালান স্বামী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/13/1468213" target="_blank"> </a></div> </div>