<p>গত প্রায় আট মাস আগে এলাকার এক সাব-কাজীর বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। ওই সময় মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। এক মাস পর র‌্যাবের একটি দল বরিশাল সদর থেকে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ চারমাস কারাভোগের পর তিনি জামিনে ছিলেন। এ অবস্থায় গতকাল রবিবার (১২ জানুয়ারি) বিকেলে বাড়ির পাশেই ৯ বছর বয়সের অপর এক শিশুকে বরই দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ঘটনার পর থেকে ওই অভিযুক্ত ফের লাপাত্তা হয়ে গেছেন।</p> <p>আজ সোমবার (১৩ জানুয়ারি) এ ঘটনায় এলাকার লোকজন তাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। ঘটনাটি ময়মনসিংহের মোয়াজ্জেমপুর ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ছবিটি কি সম্পাদিত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736755880-1e0f694b926cbde56727eeaf33740200.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ছবিটি কি সম্পাদিত?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468179" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আবুল মনসুর (৬৫)। তিনি মূল কাজীর সহকারী হিসাবে কাজ ছাড়াও স্থানীয় চামটা বাজারে ইলেকট্রনিক মেকানিকের কাজ করতেন। এ অবস্থায় গত বছরের জুন মাসের ১ তারিখ তিনি বাড়ির পাশেই একটি বাড়িতে মেকানিকের কাজে যান। সেখানে তিনি ১০ বছর বয়সের এক শিশুকে মিষ্টি দেওয়ার কথা বলে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। বিষয়টি বাড়ির লোকজন টের পেলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করলে তখন গা ঢাকা দেন। এক মাস পর র‌্যাবের হাতে ধরা খেয়ে কারাগারে যান। বর্তমানে অভিযুক্ত মনসুর জামিনে রয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নরকিয়া-লুঙ্গিকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736761919-86444289488649e0d191004c73d3d173.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নরকিয়া-লুঙ্গিকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/13/1468225" target="_blank"> </a></div> </div> <p>এর মধ্যে গতকাল রবিবার বিকালে নিজবাড়ির পাশেই ৯ বছরের শিশুকে বরই দেওয়ার কথা বলে অদূরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে শিশুর চিৎকারে পালিয়ে যান। ঘটনার রাতেই নির্যাতনের শিকার শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো ধরা পড়েননি তিনি। এ ঘটনার প্রতিবাদে শিশুর এলাকার লোকজন গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের চামটা বাজারে এসে মানববন্ধন ও বিক্ষোভ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইনবোর্ড খুলতে গিয়ে মই থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736761616-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইনবোর্ড খুলতে গিয়ে মই থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/13/1468222" target="_blank"> </a></div> </div> <p>নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, নির্যাতনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।</p>