স্ত্রীকে হত্যা করে ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
স্ত্রীকে হত্যা করে ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী নার্গিস আক্তারকে (২২) পিটিয়ে হত্যা করে ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটকের অভিযোগে পাষণ্ড স্বামী নূর মোহাম্মদকে (২৪) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরের করেরগাও এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর করেরগাঁও এলাকায় নুরুল হাজীর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার চরগুলগুলিয়া মৃত নেওয়াজ আলীর ছেলে।

প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকে নার্গিস আক্তারকে পাষণ্ড স্বামী নূর মোহাম্মদ যৌতুকসহ নানা অজুহাতে প্রায়ই নির্যাতন করত। শনিবার সকালে দাম্পত্য কলহের জের ধরে নার্গিস আক্তারকে বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে নার্গিস আক্তারের দেহ নিথর হয়ে পড়লে পাষণ্ড স্বামী তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। পরে পাষণ্ড স্বামী আত্মহত্যার নাটক করে।

এরপর প্রতিবেশীরা নার্গিস আক্তারের নিথর দেহ উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড  হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় এলাকাবাসী পাষণ্ড স্বামী নূর মোহাম্মদকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ঘাতক স্বামীকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘাতক নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অস্ত্রের মুখে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
শেয়ার
অস্ত্রের মুখে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের শিবালয়ে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে হৃদয় বিশ্বাস (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

হৃদয় ঘিওর উপজেলার তরা এলাকার চান বিশ্বাসের ছেলে। মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার একটি ইটের ভাটা থেকে তাকে গ্রেপ্তার করে শিবালয় থানা পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি ভোরে ভুক্তভোগীর স্বামী ফজরের নামাজ পড়াতে মসজিদে যান। এই সুযোগে বাড়িতে ঢোকেন হৃদয়। এদিকে স্বামী এসেছেন ভেবে দরজা খুলে আবার ঘুমাতে যান ভুক্তভোগী। এ সময় অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন হৃদয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, চাঁদপুর জেলার একটি ইটের ভাটায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য

আদমদীঘিতে আ. লীগের কর্মী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
আদমদীঘিতে আ. লীগের কর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘিতে গোলাপ প্রামানিক (৫৮) নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়। 

গোলাপ বাগিচাপাড়ার মৃত আহাম্মদ প্রামাণিকের ছেলে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগিচাপাড়া এলাকা থেকে এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গোলাপকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান।

মন্তব্য

হেলিকপ্টারে এসে পরিচ্ছন্নতাকর্মীকে রাজকীয় বিদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
হেলিকপ্টারে এসে পরিচ্ছন্নতাকর্মীকে রাজকীয় বিদায়
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণী দাসকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে কলেজ প্রতিষ্ঠাতার গাড়িতে করেই কর্মস্থল থেকে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এটি ছিল তার জন্য রাজকীয় বিদায়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে কলেজে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এদিকে পুষ্পকে বিদায় দিতে কলেজের প্রতিষ্ঠাতা হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া ও অধ্যক্ষ কামরুন নাহার পলিন হেলিকপ্টারে ঢাকা থেকে আসেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণা বক্তব্য শেষে পুষ্পকে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন তারা। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

আরো পড়ুন
চট্টগ্রাম ওয়াসার পাইপে ফুটো, ৩০ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

চট্টগ্রাম ওয়াসার পাইপে ফুটা, ৩০ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

 

এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খান প্রমুখ।

 

রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, কলেজের শুরু থেকেই পুষ্প রাণী চাকরি করে আসছেন। তিনি এখানে ১৫ বছর চাকরি করেছেন। কর্মজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দায়িত্বের প্রতি অবচল থেকে সবসময় তিনি প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন।

এ জন্য তার বিদায় বেলা আনন্দময় করতে চেষ্টা করেছি।

আরো পড়ুন
বেরোবি ছাত্রদলকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বেরোবি ছাত্রদলকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

 

পুষ্প রাণী দাস ২০১০ সালে রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। স্থানীয় দত্তপাড়া গ্রামেই তার বাড়ি।

মন্তব্য

সমবায় সমিতির নামে ২ কোটি টাকা প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সমবায় সমিতির নামে ২ কোটি টাকা প্রতারণা
সংগৃহীত ছবি

চট্টগ্রামে সমবায় সমিতির নামে প্রতারণা করে দুই কোটি টাকা আত্মসাতের ঘটনায় মূল প্রতারক রাশেদুল ইসলাম রাজকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
 
ওসি বলেন, মঙ্গলবার দিনগত রাতে গাজীপুর গাছা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেদুল ইসলাম রাজ চান্দগাঁও প্রাইম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও প্রাইম দারিদ্র ও শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামে সমিতির চেয়ারম্যান।

তিনি সমিতির ২৫০ থেকে ৩০০ সদস্যের ২ কোটি টাকা প্রতারণা মূলকভাবে আত্মসাৎ করেন। টাকা আত্মসাৎ করে গাজীপুরের গাছা থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। 

ওসি আরো বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিলেন। তিনি প্রতারকচক্রের মূল হোতা।

সাধারণ মানুষকে সমিতির নাম করে আর্থিক প্রলোভন দেখিয়ে ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ