রাতের আধারে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে এক ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শুক্রবার (২৮ মার্চ) রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নদী বেষ্টিত নলুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
সেই দিন রাতেই স্থানীয় জনতার বাঁধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। তবে শনিবার দিনে কাজ শুরুর চেষ্টা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধ করে দেন।
আরো পড়ুন
ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড
বাকেরগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইউনিয়নের বাড়ৈই হাওলার লাল খাঁ ব্রিজ থেকে নলুয়া কাদিরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ব্রিজের দূরত্ব প্রায় এক কিলোমিটার। মাটির এই রাস্তার তিন হাজার ২৮০ মিটার এলাকাজুড়ে ইটের হেরিংবন প্রকল্প হাতে নেয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেই অনুযায়ী মেসার্স মাকিন ট্রেডার্স ৭৮ লাখ ৭২ হাজার টাকায় ঠিকাদারি কাজটি পান।
চলতি বছরের শেষ ফেব্রুয়ারির দিকে ঠিকাদার এম এম মাকিন আবেদিন রাস্তার কাজ শুরু করেন।
প্রথমদিকে ভালো ইট এনে রাস্তায় স্তূপ করা হয়। পাশাপাশি রাতে খারাপ ইট এনে তা রাস্তার বিছিয়ে মাটি দিয়ে ঢেকে দেন। এইভাবে চারদিন ধরে ৮-১০ জন শ্রমিক সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা রাতে পাহারা বসায়।
আরো পড়ুন
আরাকান আর্মি হাতে আটক ৬ জেলে দেশে ফিরলেন
শুক্রবার সন্ধ্যা ৭টার পর অন্তত ছয়জন শ্রমিক রাস্তায় খারাপ ইট বিছানোর কাজ শুরু করেন। খবর পেয়ে তারাবির নামাজ শেষ করে রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী জড়ো হয়ে কাজ বন্ধ করে দেন। একইসঙ্গে আগামীতে রাতের বেলায় রাস্তায় কাজ না করার অঙ্গীকার করে এলাকাবাসীর হাত থেকে শ্রমিকরা নিজেদেরকে রক্ষা করেন।
ঠিকাদার কালের কণ্ঠকে বলেন, শ্রমিকরা ঈদের ছুটিতে বাড়ি যাবেন, তাই দ্রুত কাজ এগিয়ে নিতে তারা রাতে কাজ করছিলেন। দিনের বেলায় ভাটা থেকে ইট সংগ্রহ করতে হয় তাই দিনে রাস্তার কাজ করা যায় না।
কাজের মান নিয়ে প্রশ্ন করা হলে ঠিকাদার বলেন, ভালো ইটের সঙ্গে খারাপ ইট দেওয়া হচ্ছিল। তবে অতিরিক্ত বালু ব্যবহারের ফলে রাস্তার গুণগত মান ভালো হচ্ছিল।
কলেজ শিক্ষার্থী ফাহিম চৌধুরী বলেন, নিম্নমানের ইট দিয়ে রাতের আধারে রাস্তা নির্মাণের কাজ চলছিল। বিষয়টি স্থানীয়রা জেনে শুক্রবার রাতে গিয়ে কাজ বন্ধ করে দেয়।
আরো পড়ুন
নতুন জামা পরার আগে ধোয়া উচিত কেন
নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম খান কালের কণ্ঠকে বলেন, প্রকল্প এলাকার বারেক হাওলাদারের বাড়ির সামনের অংশের কোয়ার্টার কিলোমিটার রাস্তায় ইট বিছানো হয়েছে। পুরো কাজ রাতের আধারে করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা জেনে শুক্রবার রাতে কাজ বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, ইউনিয়নের মধ্যে প্রকল্পের কাজ চলমান থাকলেও মৌখিক কিংবা লিখিতভাবে কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবহিত করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পের সভাপতি রুমানা আফরোজ মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, জরুরি প্রয়োজন ব্যতিরেকে গ্রাম পর্যায়ে রাতে উন্নয়নমূলক কাজ করার বিধান নেই। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের কথা হলো, কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আর সেটি করা হচ্ছে রাতের আঁধারে। ঠিকাদারকে তাই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির পর সরেজমিন পরিদর্শন শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন
ফরিদপুরে ১০ গ্রামে কাল ঈদ