চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রামদাস (৩২) নামের এক জেলেকে মাথায় আঘাত করে সাগরে ফেলে দেওয়া হয়। এর ৫দিন পর নিহত জেলের লাশ সাগরে ভেসে উঠেছে। শুক্রবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে তার লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করেন জেলেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত রামদাশ বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড জেলে পাড়ার শীতল জলদাশের ছেলে।
আরো পড়ুন
বেনাপোল সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বাড়বকুণ্ড সাগর উপকূলে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। তারা ড্রেজার ও বাল্কহেড নিয়ে যাতায়াতকালে সাগরে পেতে রাখা জেলেদের বহু জাল কেটে বিপুল অংকের আর্থিক ক্ষতি হচ্ছিল প্রতিদিন। গত সোমবার দুপুর ১টার দিকে এভাবে বালু উত্তোলনকালে জেলেদের জাল কেটে ফেলায় প্রতিবাদ জানাতে যায় বাড়বকুণ্ড জেলে পাড়ার শীতল জলদাশের দুই ছেলে রামদাশ ও তার ভাই লিটন দাশ।
আরো পড়ুন
জিনিসপত্রের দাম কমেনি ছয় মাসেও, ভাঙেনি সিন্ডিকেট : শামা ওবায়েদ
তারা প্রতিবাদ জানানোর সময় তর্ক শুরু হলে বালুখেকো চক্র দুই ভাইকে বালু বহনকারী বাল্কহেডে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। এতে ধস্তাধস্তি শুরু হলে তারা রামদাশের মাথায় আঘাত করে তাকে সাগরে ফেলে দেয়। এতে রামদাশ সাগরে তলিয়ে যায়। ফলে তার ভাই লিটন দাশ ফোন করে অন্য জেলেদের জানালে জানালে তারা সাগরে গিয়ে ড্রেজার বসানোয় জড়িত ছয়জনকে আটক করে পুলিশে দেয়।
অন্যদিকে ভাই লিটনকে অপহরণ করে নোয়াখালী নিয়ে যায় বাল্কহেডে থাকা দুস্কৃতিকারীরা।
পরে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে জেলেদের হাতে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করলে তাদের মাধ্যমে বাল্কহেডে যোগাযোগ করে একদিন পর লিটন দাশকে উদ্ধার ও আটক ছয়জনসহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলাটি দায়ের করেন তখনো নিখোঁজ থাকা রাম দাশের স্ত্রী কনিকা দাশ।
আরো পড়ুন
টঙ্গীতে হামলায় ছাত্র শিবিরের মামলা, গ্রেপ্তার ১
এদিকে এরপর থেকে সাগরে কোষ্টগার্ড, নৌ পুলিশ দীর্ঘ অনুসন্ধান চালিয়েও রামদাশের খোঁজ পায়নি। তবে ঘটনার পাচদিন পর শুক্রবার সকালে জেলেরা মাছ ধরতে বের হয়ে ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরবর্তী মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে রামদাশের লাশ ভাসতে দেখেন।
পরে পুলিশে খবর দেওয়া হলে নৌপুলিশ তার লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান বলেন, শুক্রবার সকালে গুলিয়াখালী সাগর উপকূল থেকে নিখোঁজ জেলে রামদাশের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে সীতাকুণ্ডে বাড়বকুণ্ড থেকে সোনাইছড়ি সাগর উপকূলীয় এলাকায় প্রতিদিন দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে উপকূলীয় বেড়িবাঁধসহ বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে। দেবে যাচ্ছে বাড়ি-ঘর। ফলে সাধারণ মানুষ চরম ক্ষিপ্ত হলেও প্রশাসন এ বিষয়ে উদাসীন থাকায় বালু খেকোরা বেপরোয়া হয়ে উঠেছে।