ঝিনাইদহে চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা, দায় স্বীকার করে খুদে বার্তা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
ঝিনাইদহে চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা, দায় স্বীকার করে খুদে বার্তা
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনার দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর নেতা কালু গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন।

চরমপন্থী নেতা কালুর পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, ‘সন্ধ্যায় রামচন্দ্রপুর খালের মধ্যে তিনজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।’ সড়কের ওপর দুটি মোটরসাইকেল পড়ে আছে বলেও জানিয়েছে তারা।

চরমপন্থীরা ঘোষণা করেছে, ‘এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন।

অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।’

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ কালের কণ্ঠকে বলেন, ‘তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কীভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় চরমপন্থী নেতা হানিফসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক্টরচালকের

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক্টরচালকের
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ভোলা মিয়া নামের এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। উপজেলার সাবদারপুর রেল স্টেশনের পাশে সোয়াদী রেলগেটে এলাকায় শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুমড়েমুচড়ে যায় ট্রাক্টরটি। 

নিহত ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরে করে মাটি নিয়ে সাফদারপুরের দিকে যাচ্ছিলেন ভোলা মিয়া। পথিমধ্যে সোয়াদী গ্রামের রেল গেট পার হওয়ার সময় হঠাৎ করেই রেললাইনের উপর ট্রাক্টরটি বিকল হয়ে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায়  দুমড়েমুচড়ে বিকল হয়ে যায় ট্রাক্টরটি।

এতে ঘটনাস্থলেই মারা যান চালক ভোলা মিয়া। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, ‘ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে একটি বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে স্থানীয়রা জড়ো হতে থাকে।

আমরাও সেখানে গিয়ে দেখি ট্রাক্টরের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়। ঘটনাটি রেলেওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’

এ ব্যাপারে যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনোতোষ কুমার বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

মন্তব্য

পুলিশ ফাঁড়ির পাশে পথচারীর গলায় ছুরি ধরে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
পুলিশ ফাঁড়ির পাশে পথচারীর গলায় ছুরি ধরে ছিনতাই
সংগৃহীত ছবি

ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির পাশে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা আজমুল হোসেন নামের এক পথচারীর কাছ থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় লিটন সরদার নামে এক ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১০ টার দিকে সদর বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে এ ঘটনা ঘটে।

আটক লিটন সরদার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, আটক লিটন সরদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ তৎপর ছিল বলেই ছিনতাইয়ের পরপরই তাকে আটক করা সম্ভব হয়েছে।

মন্তব্য
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ভোগান্তির সড়কে স্বস্তির ঈদযাত্রা

জাহিদ পাটোয়ারী, কুমিল্লা
জাহিদ পাটোয়ারী, কুমিল্লা
শেয়ার
ভোগান্তির সড়কে স্বস্তির ঈদযাত্রা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিরচেনা যানজট নেই। ফলে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে ঈদের ঘরমুখো মানুষ। ছবি: কালের কণ্ঠ

ঈদের বাকি আর মাত্র দুই দিন। এরই মধ্যে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। দেশের অর্থনৈতিক লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রতিবছর ঈদযাত্রায় তীব্র যানজটে ভোগান্তি থাকলেও এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। মহাসড়কটির এই অংশে নেই চিরচেনা সেই যানজট।

ফলে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে এই মহাসড়কের যাত্রীরা। 

আরো পড়ুন
বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা :  প্রধান উপদেষ্টা

বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা

 

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি অপরাধ দমনে চেকপোস্ট বসিয়ে সড়কে রয়েছেন সেনাবাহিনী। তাদের সহযোগিতা করছেন কমিউনিটি পুলিশিং, রোভার স্কাউট ও আনসার সদস্যরা। এ ছাড়া মহাসড়কের কুমিল্লার অংশে রাতে যানবাহনে ডাকাতি ও ছিনতাই বন্ধ করতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা দিতে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে হাইওয়ে পুলিশ। রাতে মহাসড়কে কাউকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যানজটপ্রবণ ১২টি হটস্পট রয়েছে। যেখানে উল্টো পথে গাড়ি চলাচল, মহাসড়কে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা এবং ফুট ওভারব্রিজ ব্যবহার না করে পথচারীদের সড়ক পারাপারসহ নানা অনিয়মের কারণে সৃষ্টি হয়ে থাকে যানজট।

তাই এসব অপরাধ দমনে বাড়তি জনবল মোতায়েন করেছে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী। ১০৫ কিলোমিটার এলাকায় প্রায় এক হাজারের অধিক পুলিশ সদস্য, দুই শতাধিক রোভার স্কাউট সদস্য এবং সেনাবাহিনী ও আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

আরো পড়ুন
ডিসির বাংলোর গর্তে মিলল সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

ডিসির বাংলোর গর্তে মিলল সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

 

শনিবার (২৯ মার্চ) মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামের দত্তসার পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, ১২টি হটস্পটের মধ্যে কোথাও কোনো যানজট নেই। যত্রতত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিংয়ের ফলে কিছুটা ধীর গতি লক্ষ করা গেছে। মহাসড়ক ঘেঁষা বাজারগুলোতে পণ্য ওঠানামায় মাঝে মাঝে অস্থায়ী জট সৃষ্টি হচ্ছে।

তবে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এতে করে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিশা পরিবহনের যাত্রী ছিফাতুল্লাহ জাইম বলেন, এবারের ঈদযাত্রায় স্বস্তিদায়ক বলা যায়। ঢাকা থেকে কুমিল্লায় এসেছি মাত্র আড়াই ঘণ্টায়। অন্যান্য বছর যানজটের কারণে ৬-৭ ঘণ্টা সময় লাগত। পরো সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা ছিল প্রশংসনীয়। এতে বোঝা যায় প্রশাসন চাইলে সব কিছুই সম্ভব।  

আরো পড়ুন
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল নেপাল

বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল নেপাল

 

স্টারলাইন পরিবহনের যাত্রী আবু সুফিয়ান সুমন বলেন, ‘পরিবার নিয়ে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে রওনা হলাম। দুশ্চিন্তায় ছিলাম কখন বাড়ি পৌঁছাব। শুকরিয়া সকল শঙ্কা কাটিয়ে স্বস্তিতেই বাড়ি ফিরছি। মনে হচ্ছে ৩ ঘণ্টায় ফেনী যাব। ভোগান্তি ছাড়া এটাই আমার প্রথম ঈদযাত্রা।’  

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার এডিশনাল ডিআইজি (সুপারনিউমারি) মো. খাইরুল আলম বলেন, মহাসড়কে ঈদযাত্রায় যাত্রীদের বিড়ম্বনা কমাতে কুমিল্লা রিজিয়নে হাইওয়ে সেক্টরের তত্ত্বাবধায়নে ২২টি চেকপোস্ট, দিন-রাত ৭২টি টহল টিম, যানবাহন চেকিং টিম ২২, ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ টিম ৩৮টি, বাসস্ট্যান্ডগুলোতে চেকিং টিম ১৩টি, কুইক রেসপন্স টিম ২২টি, একটি কন্ট্রোলরুম ও অস্থায়ী কন্ট্রোলরুম ৬টি এবং একটি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দ্রুত সরাতে সার্বক্ষণিক ২২টি রেকার টিম এবং হতাহতদের উদ্ধারে ২৩টি অ্যাম্বুলেন্স প্রস্তত রাখা হয়েছে।

আরো পড়ুন
ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটমুক্ত ঈদ যাত্রা

ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটমুক্ত ঈদ যাত্রা

 

তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, কমিউনিটি পুলিশিং, রোভার স্কাউট ও আনসার সদস্যরা সহযোগিতায় করে যাচ্ছেন। গত কয়েক দিনে কুমিল্লার রিজিয়নের হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ১০ জন ডাকাত, ৯ জন ছিনতাইকারী এবং ৪ জন চোর গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, একটি চায়নিজ কুঠাল, বিভিন্ন সাইজের ১১পিস ছুরি এবং ১০টি লোহার রড জব্দ করা হয়। এ ছাড়া ছিনতাই হওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের ১২ বীর ব্যাটালিয়নের মেজর সানিউল আলম বলেন, সড়কে যানজটের কারণগুলো চিহ্নিত করে হটস্পটগুলোতে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। সড়ক আইন ও ট্রাফিক আইন ভঙ্গ করা অসাধু চালক ও পরিবহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়

শেয়ার
চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়
সংগৃহীত ছবি

ঈদকে কেন্দ্র করে চাঁদপুর লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। নৌপথে শনিবার রাজধানী ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সকাল সাড়ে ১০টা থেকে একেক করে ভিড়তে শুরু করে। প্রতিটি লঞ্চে তিল ধারণের জায়গাও ছিল না। তার পরও কোনো ধরনের যাত্রী ভোগান্তি কিংবা অতিরিক্ত ভাড়া দিতে হয়নি।

তাই নৌপথে লঞ্চ যাত্রায় স্বস্তির কথা জানায় যাত্রীরা। 

চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. বছির আলী খান জানান, ঈদ উপলক্ষে ছোট-বড় ৫৫টি লঞ্চ যাত্রী পরিবহন করছে। তার মধ্যে বেশির ভাগ রাজধানী ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পর্যন্ত চলাচল করছে।

আরো পড়ুন
জাতীয় ঈদগাহে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন : ডিএসসিসি প্রশাসক

জাতীয় ঈদগাহে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন : ডিএসসিসি প্রশাসক

 

তবে চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাইরে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে নানা ভোগান্তির শিকার হচ্ছে।

অনেক লঞ্চযাত্রী অভিযোগ করেন, ১০০ টাকার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হাঁকা হচ্ছে ৩০০ টাকা। ফলে বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুনে বাড়িতে যেতে হচ্ছে তাদের। এদিকে চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাইরে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। 

এ ছাড়া কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, স্কাউটস এবং বিএনসিসি কর্মীরা লঞ্চ টার্মিনালে যাত্রীসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।

তাদের সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের চাঁদপুর লঞ্চ টার্মিনালে অবস্থান করতে দেখা গেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ