অভাবের সংসার বৃদ্ধ ওমর আলীর (৬৫)। বৃদ্ধ বয়সে ভ্যানের চাকাতেই ঘোরে তার ভাগ্য। তবে যে ভ্যানটি চালিয়ে সংসার চালাতেন, সেটিও খোয়া গেছে। এতে একরকম পথে বসে গেছেন ওমর আলী।
চালের কার্ড দেওয়ার কথা বলে বৃদ্ধের ভ্যান নিয়ে গেল চোর
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালেও ভ্যান নিয়ে বের হয়েছিল ওমর আলী। দুপুর ১২টার দিকে যাত্রীবেশে দুই চোর চালের কার্ড দেওয়ার কথা বলে কৌশলে তাকে নিয়ে যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি বালক বিদ্যালয়ের কাছে।
পরে সরকারি বালক বিদ্যালয় এলাকায় এলে ভ্যান রেখে একজন ওমর আলীকে স্কুলের ভিতর থেকে ২০০ টাকা দেওয়ার কথা বলে কিছু মালামাল আনতে পাঠায়। এই সুযোগে অপরজন ভ্যান নিয়ে পালিয়ে যায়।
বৃদ্ধ ওমর আলীর (৬৫) বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের পাতীলাখালী গ্রামে।
কাঁদতে কাঁদতে ওমর আলী বলেন, ‘আমাকে একটা ভুয়া দিছে, আমি বুঝি নাই।
তিনি আরো বলেন, ‘মটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অন্য ব্যক্তিও চলে গেছে। গুল্লি দিয়ে আইসা মটরসাইকেল ও ভ্যান কিছুই দেখি না। ২৫-৩০ বছর ভ্যান চালাই, এটা করে আমি খাই, আমার আর কোনো উপায় নাই।’
স্থানীয়রা জানান, বৃদ্ধ ওমর আলী একটি র্ফামেসির সামনে বসে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ছিলেন। আর ভ্যানের জন্য আহাজারি করছেন। ওই বিদ্যালয়টির সামনে সিসি ক্যামেরা আছে। সেটি যাচাই করে চোরদের চিহ্নিত করা যাবে।
এ ব্যাপারে ওমর আলীর স্ত্রী নাজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘অনেক কষ্টে এই ভ্যানটি কিনেছিলাম। এই ভ্যানটা চুরি হয়ে গেল। এখন তো পথে বসতে হবে।’
নাজিরপুর থানার পরির্দশক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সম্পর্কিত খবর

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। এর আগে সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন মাহফুজের বাবা।
বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি-ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়।
উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জু বলেন, রাজনীতি করে কখনো কারো ক্ষতি করিনি। এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে যায়। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে।
ঘটনাটি জানতে আজিজুর রহমান বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল দিলে পরিবারের এক সদস্য কল রিসিভ করেন (মেয়ে)। তবে তিনি পরিচয় দেননি। তার ভাষ্যমতে, বাচ্চু মোল্লা এখন ভালো আছেন। বাড়িতেই রয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। আমিও হাসপাতাল গিয়েছি। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। বিক্ষোভ মিছিলের সময় আমি হাসপাতালে ছিলাম।

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১০ গ্রামে ঈদ উদযাপন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই বরগুনার বেতাগী উপজেলার ১০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মো. রমজান আলী।
ইমাম মো. রমজান আলী বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালন করছি।
স্থানীয়রা জানান, প্রায় শতবর্ষ আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে উপজেলার সদর ইউনিয়নের খোন্তাকটা, লক্ষীপুরা, গ্রেদ লক্ষীপুরা, কাজিরাবাদ ইউনিয়নের কাজিরাবাদ, বকুলতলী, বুড়ামজুমদারের কাজির হাঁট গ্রাম ও হোসনবাদ এলাকার একটি অংশের প্রায় ১০ গ্রামের চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের কয়েক হাজার অনুসারীরা অগ্রিম রোজা ও অগ্রিম ঈদ পালন করে আসছেন। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার কিছু এলাকায় ঈদ উদযাপিত হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

‘টাকার বিনিময়ে চোর মুক্তি’র অভিযোগ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে পুলিশের বিরুদ্ধে ‘চোর মুক্তি’র অভিযোগ উঠেছে। রবিবার (৩০ মার্চ) এমন অভিযোগ করেন ভুক্তভোগী মালিক আবু ইউসুফ।
ইউসুফ হতাশা প্রকাশ করে বলেন, 'চোর ধরলাম, পুলিশের হাতে তুলে দিলাম, আর তারাই টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিল! তাহলে ন্যায়বিচার কোথায়? পুলিশের কাজ কি অপরাধীদের রক্ষা করা?'

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনে নতুন পথের দিশা
তিনি জানান, ১১ মার্চ বিকেলে তার মোটরসাইকেলটি বাড়ির সামনে রেখে ঘরে ঢোকেন। কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখেন, দুইজন অপরিচিত ব্যক্তি তার মোটরসাইকেলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।
তিনি আরো জানান, তাদের পিছু ধাওয়া করলেও ধরতে পারেননি তিনি। পরে পাশের একটি অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা ফেসবুকে পোস্ট এবং কালাই থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ করেন ইউসুফ।
ফেসবুকে পোস্টের জের ধরে ২৯ মার্চ স্থানীয়রা চোরকে শনাক্ত করে এবং বিষয়টি ইউসুফকে জানায়।

কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার
মোটরসাইকেল মালিক আবু ইউসুফ বলেন, 'আমি নিজেই চোর ধরতে সহযোগিতা করেছি। রাতেই থানায় গেলে ওসি সাহেব আমাকে বলেন, ‘রাত অনেক হয়েছে, সকালে আসেন, মামলা হবে, চোরকে জেলহাজতে পাঠানো হবে।
কালাই থানা ওসি বলেন, অভিযোগকারীর দেওয়া ছবির ভিত্তিতে একজনকে থানায় আনা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
ইউসুফের বাবা আব্দুল খালেক বলেন, 'পুলিশের এই ব্যাখ্যা মোটেও গ্রহণযোগ্য নয়। একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোর চিহ্নিত করা হয়েছে, তাকে রাতভর থানায় আটকে রাখার পরও কেনো কোনো মামলা করা হলো না? কার স্বার্থে তাকে ছেড়ে দেওয়া হলো?'

ফাইনালের আগে জোকোভিচকে মেসির ‘উপহার’
স্থানীয় ইউপি সদস্য মিনহাজুল ইসলাম চৌধুরী টোপন বলেন, 'সিসিটিভি ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে, সেই ব্যক্তিই মনোয়ার হোসেন, এতে কোনো সন্দেহ নেই। ছবি দেখেই গত রাতে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত : আহত ১০
নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় জামরিলডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রাামে লস্কর বংশ ও শেখ বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় গ্রামের স্লুইস গেট এলাকায় বাজারে একটি ভ্যানগাড়ি রাখাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে শেখ বংশের তালেব শেখ নামে এক বৃদ্ধ গুরুতর জখম হলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম জানান, খুন পরবর্তী সহিংসতায় দোকানে আগুন ও ভাঙচুর করা হয়।